আইপিএল সিজন ইলেভেনের ৪২তম ম্যাচে শক্তিশালী সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে নামবে দিল্লি ডেয়ার ডেভিলস। কেন উইলিয়ামসন বাহিনীকে শক্তিশালী বলার একটাই কারণ, চলতি আইপিএল সবচেয়ে ধরাবাহিক ও পয়েন্ট টেবিলে শীর্ষে দলটির অবস্থান। ১০ ম্যাচে আট জয়ে ১৬ পয়েন্ট নিয়ে চেন্নাইয়ের উপরে তাদের স্থান। অন্যদিকে দিল্লি ডেয়ারডেভিলসের অবস্থা একেবারে করুণ। ১০ ম্যাচে তিনটিতে জিতে পয়েন্ট টেবিলে তলানীতে তাদের অবস্থান।
ফিরোজ শাহ কোটলা দিল্লির মাঠ হওয়াতে আজকের ম্যাচে সুবিধা লুটতে চাইবে অজিঙ্কা রাহানেরা। তারপরও সাকিব-রশিদদের নিয়ে পুরোদমে প্রস্তুত কেন উইলিয়ামসন। বুঝায় যাচ্ছে, পয়েন্ট টেবিলে ফাঁরাক থাকলেও আজ ঠিকই কঠিন লড়াই হবে দুই দলের।
দিল্লির ফিরোজ শাহ কোটলায় বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় ম্যাচটি শুরু হওয়ার আগে জেনে নেয়া যাক সাকিবের হায়দরাবাদের এ টু জেড।
পিচ এবং কন্ডিশন
তুলনামূলকভাবে ফিরোজ শাহ কোটলার গ্রাউন্ড সাইজ কম। তাই এতে ব্যাটসম্যানরা সুবিধা করতে পারবে। যদিও স্লো উইকেট বলে এর একটা অপবাদও রয়েছে।
আজো কি রশিদের এমন উদযাপন দেখা যাবে?
অধিনায়ক:
কেন উইলিয়ামসন।
পয়েন্ট টেবিল:০১
পরিবর্তন: আজকের ম্যাচে কিছুতেই উইনিং কম্বিনেশন ভাঙ্গতে চাইতে না হায়দরাবাদ।
পজিশন
শিখর ধাওয়ানের সাথে ওপেনিংয়ে থাকবেন আলেক্স হেলস। তিন নম্বরে থাকবেন ক্লাসিকাল কেন উইলিয়ামসন। মিডল অর্ডারে সাকিবের সাথে দেখা যেতে পারে মনীষ পাণ্ডেকে। চলতি আইপিএলে হায়দরাবাদের সবচেয়ে শক্তির জায়গা ইউসুফ পাঠান। সময় মতো জ্বলে উঠেন ভারতের এই ক্রিকেটার। তবে ব্যর্থতার বৃত্তে আবদ্ধ উইকেটকিপার ঋদ্ধিমান শাহ।নজর থাকবে যাদের দিকে:
কেন উইলিয়ামসনের বাজির ঘোড়া হতে পারে আফগানিস্তানের বিস্ময় বালক রশিদ খান ও টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। গেল ম্যাচে দুই উইকেট তোলা ছাড়াও ব্যাট হাতে ৩৫ রান নেন সাকিব। অন্যদিকে রশিদ খানের পারফর্ম সবারই জানা।
হেড টু হেড
ম্যাচ-১১
দিল্লি ডেয়ারডেভিলস-৪
সানরাইজার্স হায়দরাবাদ-৭
উইকেট নেয়ার পর সাকিবের উদযাপন।
বিদেশে কোটায় চার ক্রিকেটার: কেন উইলিয়ামসন, সাকিব আল হাসান, রশিদ খান, অ্যালেক্স হেলস।
হায়দরাবাদের সম্ভাব্য একাদশ: আলেক্স হেলস, শিখর ধাওয়ান, কেন উইলিয়ামসন (অধিনায়ক), সাকিব আল হাসান, মনীষ পাণ্ডে, ইউসুফ পাঠান, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, সিদ্ধার্থ কৌল, সন্দীপ শর্মা
যেসব চ্যানেলে দেখা যাবে খেলা: স্টার স্পোর্টস ওয়ান, স্টার স্পোর্টস হিন্দি, স্টার স্পোর্টস, সিলেক্ট ওয়ান ও বাংলাদেশি চ্যানেল নাইন এবং ধারাবিবরণী শুনতে কান পাতুন রেডিও ৯২.৮-এ।