মালয়েশিয়ার জাতীয় নির্বাচনের ভোট গণনার শেষে সংবাদ সম্মেলনে যা বললেন মাহাথি

মাহাথির মোহাম্মদ দাবি করেছেন, তার নেতৃত্বাধীন জোট পাকাতান হারপান নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। আজ অনুষ্ঠিত মালয়েশিয়ার জাতীয় নির্বাচনের ভোট গণনার শেষের দিকে স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

একইসাথে সাবেক প্রধানমন্ত্রীর অভিযোগ, নাজিব রাজাকের সরকার আনুষ্ঠানিক ফলাফল ঘোষণায় গড়িমসি করছে। ৯২ বছর বয়সী মাহাথির বলেন, ‘আমাদের কাছে খবর এসেছে ইতমধ্যে ১১২ আসনের বেশি পেয়েছি আমরা। মনে হচ্ছে ফলাফল ঘোষণার ক্ষেত্রে কিছু হাঙ্কিপাঙ্কি করার চেষ্টা চলছে।’

তিনি জানান, ১৩টি প্রদেশের মধ্যে ৬টিতে তার জোট জয়লাভ করেছে। এদিকে একই সময়ে দেশটির শীর্ষস্থানীয় একটি সংবাদমাধ্যম মালয়েশিয়াসিকিনি জানাচ্ছে, সর্বশেষ ফলাফল অনুযায়ী, বর্তমান প্রধানমন্ত্রী নাজিব রাজাকের দল বারিসান ন্যাশনালের চেয়ে এগিয়ে আছে মাহাথির মোহাম্মদের নেতৃত্বাধীন জোট পাকাতান হারপান।

১৪০ আসনের ঘোষিত ফলাফলের মধ্যে মাহাথিরের জোট পেয়েছে ৭১ আসন। ৬০টি আসন পেয়েছে নাজিব রাজাকের জোট। বাকিগুলো পেয়েছে অন্যান্য দল। ২২২ আসনের পার্লামেন্টে ১১২ আসন পেলেই সরকার গঠন করতে পারবে কোনো জোট।

মাহাথির ও রাজাক নিজ নিজ আসনে জয় পেয়েছেন। ক্ষমতাসীন দলের ঘাঁটি বলে পরিচিত একাধিক আসনে জয় পেয়েছেন বিরোধী প্রার্থীরা। এছাড়া একাধিক মন্ত্রী বিরোধী প্রার্থীর কাছে হেরে গেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি।