আপনারা সরকারে গেলেও তাই করবেন: জয়নুলকে প্রধান বিচারপতি

জিয়া অরফানেজ মামলায় খালেদা জিয়ার জামিনের বিরুদ্ধে আপিল শুনানির এক পর্যায়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীনকে উদ্দেশ্য করে বলেন, আপনারা ক্ষমতায় গেলেও তাই করবেন।

শুনানিতে জয়নুল আবেদীন বলেছিলেন,‘ সরকার অনেক কিছুই করে। কিন্তু আপনারা যদি সবকিছু অ্যালাউ করেন, তাহলে আমরা কোথায় যাব?’ জয়নুল আবেদীনের এমন বক্তব্যের জবাবে প্রধান বিচারপতি এই মন্তব্য করেন।

এই মামলার শুনানি শেষে কারাবন্দি বেগম খালেদা জিয়ার জামিনের বিরুদ্ধে আপিলের রায়ের জন্য আগামী ১৫ মে দিন নির্ধারণ করেছেন আদালত।

শুনানিতে জয়নুল আবেদীন আরও বলেন, ‘ট্রাস্টের টাকা চুরি হয়নি এটা দুদকও স্বীকার করেছে। অথচ সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে খালেদা জিয়া চোর, এতিমের টাকা চুরি করেছেন এসব বলা হচ্ছে।’ এ ব্যাপারে আদালতের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

তিনি বলেন, ‘আমরা বেগম খালেদা জিয়াকে কারাগারে দেখে এসেছি। উনার হাত ফুলে গেছে। আইনের বাইরেও আপনাদের চোখ আছে কোর্টের জন্য মানুষ না, মানুষের জন্য কোর্ট। এটা রাষ্ট্রের সর্বোচ্চ আদালত। এর ভাবমূর্তি রক্ষা করা আপনাদের আমাদের সবার দায়িত্ব।’

জয়নুল আবেদীন বলেন, ‘আমরা কোথায় যাব? এই কোর্ট ছাড়া আমাদের কোনও পথ নাই। কোর্টের বিরুদ্ধেও অনেক সময় বলি। কিন্তু এই কোর্টেই আসতে হয়।’

উৎসঃ পূর্বপশ্চিম