প্রতি মুহুর্তের খবর পেতে onebd.news এর ফেসবুক পেজে লাইক দিন
সবাইকে জানিয়ে দিতে নিউজটি অবশ্যই শেয়ার করুন
কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের দায়ে এক বছরের জন্য নির্বাসিত করা হয়েছে ডেভিড ওয়ার্নারকে। এমন কাণ্ডের পর অবশ্যই কেপটাউনেই ক্ষমা চেয়েছেন ক্রিকেট বিশ্বের কাছে। সেখান থেকে দেশে ফিরে অনেকটা আড়ালেই চলে যান। তবে এবার জনসম্মুখে আসেন তিনি। জানান ভক্তদের ভালবাসার ও সমর্থনের কথা।দক্ষিণ আফ্রিকায় এমন কাণ্ডের পর অজি দলে এসছে অনেক রদবদল। এসছে নতুন অধিনায়ক, নতুন কোচ।
নিষেধাজ্ঞার এই সময়টা পরিবারের সাথে কাটালেও ওয়ার্নারের হৃদয়ে ক্রিকেট।এমনটা তার আচরণেই বুঝা যায়। সিডনিতে রাস্তায় অদৃশ্য ব্যাট দিয়ে আনমনে খেলে যাওয়া এই ওপেনারের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরালই হয়েছিল।
তবে ভক্তদের সমর্থন পেয়েছেন অস্ট্রেলিয়ার ক্রিকেট থেকে নির্বাসিত তিন তারকাই। কাইতো সবার একই কথা ওদের শাস্তিটা বেশি হয়ে গেছে। আর এমন বিষয়টাকে বড় পাওয়া মনে করেন ৩১ বছর বয়সী ওয়ার্নার।
প্রায় দেড় মাস পর লোকসম্মুখে এসে এক সাক্ষাতকারে অজি ওপেনার বলেন, ‘ ‘এটা আসলে মাথা নোয়ানোর মতো, ভীষণ আনন্দের। কখনো কখনো আপনাকে পেছনে ফিরে তাকাতে হয়, একটু ভাবতে হয় এবং বিস্মিত হতে হয় এই ভেবে যে,
মানুষ আপনার কতটা কেয়ার করে। মাঝেমধ্যে আমাদের সমাজে এমন কিছু ঘটে যেটা মানুষের জন্য বাজে হয়ে দেখা দেয় এবং সমর্থনের প্রয়োজন হয়। আমার মনে হয়, আমি নিজে এই সমর্থন থেকে খুব গুরুত্বপূর্ণ একটা শিক্ষা পেয়েছি।’
উল্লেখ্য, গত ২৪ মার্চ দক্ষিণ আফ্রিকার কেপটাউনে স্বাগতিকদের বিপক্ষে তৃতীয় টেস্টের তৃতীয় দিনে বল টেম্পারিংয়ের ঘটনায় এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন অজি অধিনায়ক স্টিভ স্মিথ-সহঅধিনায়ক ডেভিড ওয়ার্নার এবং ব্যানক্রফট। স্বেচ্ছায় পদত্যাগ করেছেন অস্ট্রেলিয়ার কোচ।
প্রতি মুহুর্তের খবর পেতে onebd.news এর ফেসবুক পেজে লাইক দিন
সবাইকে জানিয়ে দিতে নিউজটি অবশ্যই শেয়ার করুন