আইপিএল আনেই বাটসানদের আর হক্কার ফুলঝুড়ি। আর এই আইপিএলে ব্যাটসম্যানদের আটকাতে বেশ কিছু টেকনিক কাটাতে হয়ে প্রতিপকশ দলের বোলারকে। আর তেমনি একটা কাজ হচ্ছে বাউন্ডারি আটকানো।আর সেই কাজের দিক দিয়েই আইপিএলে বোলারদের তালিকায় ৫ম স্থানে আছেন সাকিব। সম্প্রতি ক্রিকইনফোর এক প্রতিবেদনে এইসব বিষয় ফুটে উঠেছে। টুর্নামেন্টের গতকাল সোমবার পর্যন্ত বলের সংখ্যার গড়ে কম বাউন্ডারির যে তালিকায় প্রকাশ করে করেছে ক্রিকেটের জনপ্রিয় সাইট ইএসপিএন ক্রিকইনফো। সেখানে পাঁচ নম্বরে সাকিব।
এক নম্বরে রয়েছে মুস্তাফিজুর রহমানের
মুম্বাই ইন্ডিয়ান্স সতীর্থ কুনাল পাণ্ডিয়া। ভারতের তারকা এই অলরাউন্ডারের প্রতি ১০ বল (৯.৭৫) থেকে মাত্র একটি করে বাউন্ডারি আদায় করতে সক্ষম হয়েছে প্রতিপক্ষের ব্যাটসম্যানরা। দুই নম্বরে কিংস ইলেভেন পাঞ্জাবের রাহুল তিওয়াতিয়া। তিনি প্রতি ৯ বল পর পর একটি করে বাউন্ডারি দিয়েছেন।এরপর রয়েছেন পাঞ্জাবের আরেক তারকা আফগানিস্তানের মুজিব-উর-রহমান(৮.১৪)। চারে রাজস্থান রয়েলসের শ্রেয়েষ গোপাল (৮.০০)। এবং পাঁচে সাকিব। সাকিবের করা প্রত্যেক ৭.৭১ বলে বাউন্ডারি হাকান প্রতিপক্ষ দলের বোলাররা।
তবুও সাকিবদের সামনে পয়েন্ট টেবিলে শীর্ষে ওঠার হাতছানি, দেখেনিন আইপিএলের সর্বশেষ পয়েন্ট টেবিলটি
মুম্বাই ইন্ডিয়ানস কি আইপিএলের অর্ধেকটা পথ পেরোনোর আগেই ট্রফিটা ফিরিয়ে দিয়ে দিল! আইপিএলের সবচেয়ে সফল দল, বর্তমান চ্যাম্পিয়নদের যে দুর্দশা, তাতে খোদ আম্বানি পরিবারের লোকজনও খুব একটা আশা পাচ্ছেন বলে মনে হয় না।
৬ ম্যাচের ৫টিতেই হেরেছে মুম্বাই। ২ পয়েন্ট নিয়ে আছে শেষ থেকে দুইয়ে। পরের রাউন্ডে যেতে কমপক্ষে চারে থেকে শেষ করতেই হবে। মোস্তাফিজদের কি কোনো আশা আছে?৮ ম্যাচ, এখনো দীর্ঘ পথ। ফলে মুম্বাইকে এখনই বাতিল করে দেওয়াটা হবে বোকামি। মুম্বাই এভাবেও ভাবতে পারে: চার নম্বর জায়গাটি এখনো নাগালের বাইরে নয়। মাত্র ৪ পয়েন্টের দূরত্বে। ফলে পরের ম্যাচগুলোয় কাজগুলো ঠিকঠাক করতে পারলে এখনো ভালোমতোই টুর্নামেন্টে ঘুরে দাঁড়াতে পারে মুম্বাই।
তবে যতটা মনে হচ্ছে, মুম্বাইয়ের কাজ তার চেয়েও বেশি কঠিন। কারণ, মুম্বাইয়ের বাকি ৮ ম্যাচের ৫টিই প্রতিপক্ষের মাঠে। নিজেদের মতো উইকেট তারা পাবে না। অবশ্য মুম্বাইয়ের যা অবস্থা,
তাতে প্রতিপক্ষকে নিয়ে ভাবার সুযোগ কই। আগে তো নিজেদের নিয়েই ভাবতে হচ্ছে। মুম্বাই হয়তো নিজেরাই নিজেদের কপাল চাপড়াচ্ছে।
হেরে যাওয়া ৫ ম্যাচের দুটি তারা হেরেছে শেষ বলে, একটি ১ বল বাকি থাকতে, আরেকটি ২ বল বাকি থাকতে।
কেবল কাল তারা হেরেছে একেবারে জঘন্যভাবে। ১১৯ রানের মামুলি লক্ষ্যই পেরোতে পারেনি হায়দরাবাদের বিপক্ষে। হেরেছে ৩১ রানে! বাকি ৮ ম্যাচে ঘুরে না দাঁড়ালে এবার হয়তো গ্রুপ পর্বেই বিদায় নিতে হবে মুম্বাইকে।