তারেককে দলের পদ ছাড়তে বলে নিজেই পদ হারাচ্ছেন মওদুদ?

তারেক জিয়াকে বিএনপির পদ থেকে আপাতত সরে থাকার অনুরোধ করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদআহমেদ। গতকাল রাতে ব্যারিস্টার মওদুদ আহমেদ তারেক জিয়ার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন। ব্যারিস্টার মওদুদের ঘনিষ্ঠ সূত্রগুলো এই তথ্য নিশ্চিত করেছে।ব্যারিস্টার মওদুদ যখন কথা বলেন, তখন তাঁর সঙ্গে বিএনপির আইন বিষয়ক সম্পাদক এবং তারেক জিয়ার ব্যক্তিগত আইনজীবী ব্যারিস্টার কামাল ছিলেন।

ব্যারিস্টার মওদুদ বলেন, আপনাকে নিয়ে এই মুহূর্তে অনেক কনট্রোভার্সি হচ্ছে। তাই আপাতত দলের সব দায়িত্ব থেকে সরে থাকলে আমরা ইন্টারন্যশনালি বোঝাতে পারি।’
উত্তরে তারেক জিয়া বেশ অসন্তুষ্ট হয়ে বলেন, ‘আপনি সরে দাঁড়ালেও তো দলের অনেক উপকার হয়।’বিব্রত ব্যারিস্টার মওদুদ বলেন, ‘আমি আপনাকে সরে যেতে বলিনি। দল আপনিই চালাবেন, শুধু অফিশিয়ালি পজিশনটা হাইড করবেন।’অবশ্য ব্যারিস্টার মওদুদ আহমেদের প্রস্তাবে সাড়া দেননি তারেক জিয়া। বরং পাল্টা তাঁর বক্তব্য প্রচারের বাধা আদালত থেকে যেন তুলে নেওয়া হয়, সেজন্য কাজ করতে বলেছেন।

দলের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ফখরুলের:বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আন্দোলনের ভয়েই সরকার খালেদা জিয়াকে কারাগারে রেখেছে। এছাড়া দলের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল।মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসময় আরও বলেন, ‘তারেক রহমানকে বিতর্কিত করতে গিয়ে সরকার নিজেই ফাঁদে পড়ে গেছে ।

তারেক রহমানের নাগরিকত্ব বহাল আছে। নাগরিকত্ব এত সহজে বাতিল হয়না।’

খালেদা জিয়ার মুক্তির দাবিতে গত ২২ এপ্রিল থেকে বিএনপি নতুন করে সাত দিনের কর্মসূচি শুরু করেছে। আজ তৃতীয় দিনের কর্মসূচি পালন করেছে বিএনপি।বিএনপি’র মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাসসহ কেন্দ্রীয় নেতারা ।

গত ৮ই ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় রায় দন্ডিত হয়ে ওই দিন থেকেই পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে আছেন খালেদা জিয়া।

সূত্র: সম্পাদক