তারেক জিয়াকে বিএনপির পদ থেকে আপাতত সরে থাকা অথবা পদত্যাগের অনুরোধ করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ। মঙ্গলবার রাতে ব্যারিস্টার মওদুদ আহমেদ তারেক জিয়ার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন। ব্যারিস্টার মওদুদের ঘনিষ্ঠ সূত্রগুলো এই তথ্য নিশ্চিত করেছে।
ব্যারিস্টার মওদুদ যখন কথা বলেন, তখন তাঁর সঙ্গে বিএনপির আইন বিষয়ক সম্পাদক এবং তারেক জিয়ার ব্যক্তিগত আইনজীবী ব্যারিস্টার কামাল ছিলেন। ব্যারিস্টার মওদুদ বলেন, আপনাকে নিয়ে এই মুহূর্তে অনেক কনট্রোভার্সি হচ্ছে। তাই আপাতত: দলের সব দায়িত্ব থেকে সরে থাকলে আমরা ইন্টারন্যশনালি বোঝাতে পারি।’ উত্তরে তারেক জিয়া বেশ অসন্তুষ্ট হয়ে বলেন, ‘আপনি সরে দাঁড়ালেও তো দলের অনেক উপকার হয়।’ বিব্রত ব্যারিস্টার মওদুদ বলেন, ‘আমি আপনাকে সরে যেতে বলিনি। দল আপনিই চালাবেন, শুধু অফিশিয়ালি পজিশনটা হাইড করবেন বা পদত্যাগ করবেন।’
অবশ্য ব্যারিস্টার মওদুদ আহমেদের প্রস্তাবে সাড়া দেননি তারেক জিয়া। বরং পাল্টা তাঁর বক্তব্য প্রচারের বাধা আদালত থেকে যেন তুলে নেওয়া হয়, সেজন্য কাজ করতে বলেছেন।-ভোরের পাতা