খালেদা জিয়ার আর ক্ষমতায় যাওয়া হবে না: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহাবুবউল আলম হানিফ বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এ জীবনে আর ক্ষমতায় যাওয়া হবে না। তিনি এবং তার দল দুর্নীতিগ্রস্ত। তার শাসনামলে দেশ ৫ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। দেশের জনগণ তাদেরকে আর ক্ষমতায় দেখতে চায় না।

সোমবার বিকালে কুষ্টিয়ার ভেড়ামারায় উপজেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

২২ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া যুবলীগের সম্মেলনে হানিফ বলেন, এতিমের টাকা আত্মসাতের অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা হয় তত্ত্বাবধায়ক সরকারের শাসনামলে। ১০ বছর মামলাটি আদালতে বিচারাধীন ছিল। সাক্ষী-প্রমাণের ওপর ভিত্তি করে খালেদা জিয়ার পাঁচ বছরের জেল হয়েছে। এ রায়ে আওয়ামী লীগের কোনো হাত ছিল না।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়াও একজন দুর্নীতিবাজ। দেশি-বিদেশি অনেক আদালত তার বিরুদ্ধে রায় দিয়েছেন। তিনি হাওয়া ভবনে বসে দেশের সম্পদ লুট করেছেন। তার বিরুদ্ধেও হুলিয়া জারি রয়েছে।

ভেড়ামারা উপজেলা যুবলীগের আহ্বায়ক আকরাম হোসেন শামীমের সভাপতিত্বে যুবলীগের সম্মেলনে আওয়ামী লীগের উপদফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুল হক আসাদ, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, জেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান মিঠু, সাধারণ সম্পাদক ও ভেড়ামারা পৌর মেয়র শামিমুল ইসলাম ছানা, কুষ্টিয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল, যুবলীগ নেতা মানিক মিয়া, আহাদুজ্জামান রানা, সোহেল রানা পবন, আমজাদ হোসেন, আবদুল আজিজ, আনোয়ার হোসেন গামা প্রমুখ বক্তব্য রাখেন।

সম্মেলন শেষে আকরাম হোসেন শামীমকে সভাপতি ও মানিক মিয়াকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যবিশিষ্ট উপজেলা আওয়ামী যুবলীগের কমিটি ঘোষণা করা হয়।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহাবুবউল আলম হানিফ বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এ জীবনে আর ক্ষমতায় যাওয়া হবে না। তিনি এবং তার দল দুর্নীতিগ্রস্ত। তার শাসনামলে দেশ ৫ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। দেশের জনগণ তাদেরকে আর ক্ষমতায় দেখতে চায় না।