ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে প্রথম তিন ম্যাচে চমৎকার বোলিং করেছিলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। গতকাল নিজেকে সেভাবে মেলে ধরতে পারেনি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। একদমই বাজে বোলিং করেছেন মুস্তাফিজ। দল জিতল গতকাল একদমই খারাপ বোলিং করেছেন মুস্তাফিজ।
আইপিএলে এর আগে এত রান কখনো দেননি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। তিনি গতকাল ৪ ওভারে দিয়েছেন ৫২ রান। উইকেট পাননি একটিও। এর আগে মুস্তাফিজ সর্বোচ্চ আইপিএলে দিয়েছিলেন ৩৯ রান। আইপিএল এর আগের ৩ ম্যাচে অসাধারণ বোলিং করে পাঁচটি উইকেট নিয়েছিলেন মুস্তাফিজ।
অবশেষে জয়ের মুখ দেখলো মুম্বাই ইন্ডিয়ান্স। ৪৬ রানের বিশাল জয পেয়েছে় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বিপক্ষে। এদিন আগে ব্যাট করে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কে ২১৪ রানের বিশাল টার্গেট দেয় মুস্তাফিজুর রহমানের দল মুম্বাই ইন্ডিয়ান্স।
জবাবে ব্যাট করতে নেমে ভিরাট কোহেলির একার ৯২ রানে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৭ রান করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে এদিন মুম্বাই ইন্ডিয়ান্স জিতলেও বোলিংয়ে ভালো করতে পারেনি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।
নিজেদের ঘরের মাঠে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ২ উইকেট হারায় মুম্বাই ইন্ডিয়ান্স। এরপরে ইভেন লুইসকে সাথে নিয়ে বড় পার্টনারশিপ গড়েন অধিনায়ক রোহিত শার্মা।
শূন্য থেকে দুইজন মিলে যোগ করেন ১০৮ রান। ৪২ বলে ৬৮ রানে ৬ টি চার এবং ৫ ছক্কার সাহায্যে রান করে লুইস অাউট হয়। লুইস অাউট হলেও অন্য প্রান্ত থেকে ব্যাটিংয়ে ঝড় তোলেন রোহিত শার্মা। রোহিত শার্মার ৫২ বলে ৯৪ রানে ২০ ওভারে ২১৩ রান করে মুম্বাই।