প্রকৃত মুক্তিযোদ্ধারা টাকা পয়সার জন্য দৌড়াদৌড়ি করছেন না বলৈ মন্তব্য করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মঈনুল হোসেন। তিনি বলেন, ‘কিছু মুক্তিযোদ্ধা টাকা-পয়সা ও সুযোগ-সুবিধা পেয়ে লোক হয়ে গেছেন। তারা কেউ বিএনপির পক্ষে, কেউ আওয়ামী লীগের পক্ষে চলে গেছেন। তারা মুক্তিযুদ্ধ করেছিলেন, এ কথাটাই তারা ভুলেই গেছেন।’ রবিবার (১৫ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘আদর্শ নাগরিক আন্দোলন’ আয়োজিত এক গোলটেবিল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার মঈনুল হোসেন বলেন, ‘আমাদের মুক্তিযুদ্ধে রাজনৈতিক নেতৃত্বের কারণে চরম ভোগান্তি হয়েছে। ৩০ লাখ লোক অসহায় হয়ে মারা গেছেন।’ মুক্তিযুদ্ধের মুক্তি কই—এমন প্রশ্ন তুলে তিনি বলেন, ‘আমি আশা করেছিলাম, যারা মুক্তিযুদ্ধ করেছেন, তারা একটি শক্তি হবে জনগণের। কিন্তু একটা কথা বললে খারাপ লাগতে পারে—যাদের বেতন-ভাতা ও সুবিধা-দেওয়া হয়েছে, তারা তো সে কথা বলেন না। আমরা মুক্তিযুদ্ধ করলাম কেন? সেই মুক্তিটা কই? ’
কোটা সংস্কার আন্দোলনের প্রসঙ্গ টেনে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের এই উপদেষ্টা বলেন, ‘‘সম্প্রতি যে ঘটনাটি ঘটেছে, তা আমাদের মনে খুব লেগেছে। ঠিক আছে আমাদের গালি দেওয়া হয়, আমরা বয়স্ক বুড়া হয়ে গেছি বলে। এই যে ছাত্ররা কোটা নিয়ে আন্দোলন করলো, তাদের বলা হলো ‘রাজাকারের বাচ্চা’। এতে আমি যে এতটা কষ্ট পেয়েছি, তা বলার মতো না। যিনি বলেছেন, তিনি দেশের জনগণের জন্য বিপদ ডেকে রাতের মধ্যে ভারত চলে গেছেন। তার মুখে শুনতে হয়, আমাদের ছেলেমেয়েরা রাজাকার। আজকে আমাদের সম্মান নেই। আমাদের ছেলেমেয়ের মর্যাদা ও দেশপ্রেম রক্ষা করতে পারছি না। কোটার আন্দোলন ন্যায্য আন্দোলন। আমি গর্বের সঙ্গে বলবো, শিক্ষার্থীরা কোনও দলীয় রাজনীতির দিকে যায়নি।’ তারা নির্দলীয় থেকে আন্দোলন করেছে বলে তিনি মন্তব্য করেন।
banglatribune