প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে মোশারফ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশারফর হোসেন প্রধানমন্ত্রী ও অাওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেছেন, অাপনাকে গণতান্ত্রিক প্রধানমন্ত্রী বলতে হবে এমন কেউ ঠেকায় পরেনি। যে দেশে কথা বলার স্বাধীনতা থাকেনা, সমাবেশ করার স্বাধীনতা থাকেনা, যেখানে বিচার বিভাগ রাজনৈতিক হাতিয়ার হয়ে যায়। সেই সরকার স্বৈরাচার নয় তো কি? শেখ হাসিনা হিটলারকেও ছাড়িয়ে গেছে।
রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে কনফারেন্স রুমে স্বাধীনতা ফোরাম অায়োজিত “স্বৈরাতন্ত্রের কবলে স্বাধীনতা, গণতন্ত্র ও মৌলিক অধিকার” শীর্ষক অালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, যারা নির্বাচন ছাড়া সরকার গঠন করে তারা কি করে গণতান্ত্রিক সরকার হয়? তারাই তো স্বৈরাচার অামাদের দেশের মানুষই তো বলছে। জার্মান থেকে বলতে হবে কেন? বরং জার্মানিদের শেখ হাসিনার থেকে স্বৈরাতন্ত্র শিখার অাছে।
বেগম খালেদা জিয়ার কারাবরণ কি করে দীর্ঘ করা যায় তা নিয়ে ষড়যন্ত্র করছে সরকার। ভোটের মুখোমুখি হতে ভয় পাচ্ছে যার কারণে বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে ভোটের ভয় জয় করতে চাচ্ছে সরকার।
অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের কথা প্রসঙ্গ টেনে বিএনপি এই নেতা বলেন, ওবায়দুল কাদের সাহেব বেশি কথা বলেন অামি তার ব্যাপারে বেশি কথা বলবো না কারণ অাছে। তারপরও বলতে চাই।
অামি যখন মহসিন হলের সভাপতি ওবায়দুল কাদের তখন ফাস্টইয়ারের ছাত্র অামিই তাকে ছাত্ররাজনীতিতে এনেছি। অামি ওবায়দুল কাদেরকে বলবো অাপনি অার বেশি কথা বলবেন না। বেশি কথা বলার ফল ভালো হয় না। বেশি কথার বলার কারণে ইতিমধ্যে অাপনির অাপনার দলের ভেতর ও বাহিরে সমালোচিত হয়েছেন।
অাপনি বেশি কথা বলার ফল অাওয়ামী লীগের মধ্যেই পতিক্রিয়া দেখেছেন। একবার বলেন, কাউয়া, হাইবিট, টাকা নিয়ে পালাতে পারবানা, ঘরে বসে অান্দোলন করেন, বিএনপির মরা গাঙ্গে জোয়ার অাসবেনা, বেশি কথা বললে সত্য বেরিয়ে অাসে অাসবেই ওবায়দুল কাদের কথায় সত্য কথা গুলো বেরিয়ে এসেছে।
বিশদলীয় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, শেখ মুজিব যদি তার সময়ে একদলীয় বাকশাল কায়েম না করতেন, তাহলে তার এমন জঘন্য পরিণতি হতো না। শেখ হাসিনা তার বাবা শেখ মজিবের পরিণতি থেকে শিখতে হবে।
রাষ্ট্রপতি অাবদুল হামিদের অাসামে সফর প্রসঙ্গে নেতারা বলেন, তিনি অাসামের মূখ্যমন্ত্রীর জন্য দশমিনিট অপেক্ষা করেন, এসব দেখে বাংলাদেশের মানুষের লজ্জায় মাথা নিচু হয়ে অাসে।অাসাম সফরে তাদের তাবেদারী চরিত্র ফুটে উঠেছে। অাওয়ামী লীগ ও সরকার যেখানেই যাচ্ছে দেশকে ছোট করে অাসছে এবং তারাও অপমান হয়ে অাসে অাজকে কোথাও ঠাই পাচ্ছেনা।
বিএনপিকে সর্তক থাকতে হবে যেন কোন রকমের ষড়যন্ত্রে পা দেয়া চলবে না। বহু ষড়যন্ত্র হবে বিএনপিকে ঘিরে সেটা বিএনপি নেতাদের বুঝতে হবে এমন কিছু করা যাবেনা যে নেতাকর্মীদের মধ্যে ভুল মেসেজ ছড়ায়।
অাজ বিএনপির চেয়ারপারসন কারাগারে বিশদলীয় জোটে পৌনের দলেরই কোন খবর নাই বিশদলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তির অান্দোলনে তাদের দেখা যায় না। অাজকে বিএনপিকে বুঝতে হবে। কারো দিকে চেয়ে থাকা ঠিক হবে না। বিএনপির করণীয় নিজেদেরই ঠিক করতে হবে বেগম জিয়াকে মুক্ত করতে বিএনপিকেই অান্দোললন করতে হবে জোটের দিকে চেয়ে থাকলে হবেনা।
অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে বৃহত্তর নোয়াখালী কুলাঙ্গার সন্তান দাবি করে খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক সংসদ সদস্য অাবুল খায়ের ভূঁইয়া বলেছেন, তিনি বড় বড় কথা বলছেন, বিএনপি ও জিয়া পরিবারকে নিয়ে ধারাবাহিক মিথ্যাচার করে যাচ্ছেন। অথচ তার দায়িত্ব ঠিকঠাক পালন করছেন না। একশত টাকা খরচের জায়গায় একলক্ষ টাকা খরচ দেখিয়ে চরম লুটপাট করেছে। তার মুখে বিএনপি ও জিয়া পরিবারের সমালোচনা মানায় না।
prothomalo247