বাংলাদেশি বংশোদ্ভূত আইরিশ মডেল, অভিনেত্রী ও সাবেক মিস আয়ারল্যান্ড প্রিয়তী সম্প্রতি প্রতিবন্ধী শিশুদের স্কুল সিআরপির বার্ষিক বনভোজনে অংশ নেন।সেখানে শিশুদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি সময় নিউজকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে প্রিয়তী তার জীবনের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।
তিনি তার বিয়ের প্রসঙ্গে বলেন, ‘আমি তো ‘সিঙ্গেল মাদার’। আমার দুই সন্তান রয়েছে। কিন্তু কাগজে কলমে বা রেজিস্ট্রি করে আমার বিয়ে করা হয়নি। বাচ্চাদের বাবা আমাদের সঙ্গে দেখা করতে চায় না আর তাই দেখা হয় না। তবে যেহেতু আমার দেশের আইন বা ধর্ম মতে বিয়ে হয়নি আর তাই ডিভোর্সের সুযোগ নেই।’তিনি বলেন, ‘শুধুমাত্র শরীরির প্রয়োজনে আমি বিয়েতে বিশ্বাসী নই।’এবারের বইমেলাতে তাই বই প্রকাশিত হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা প্রকাশিত হয়নি।
এ বিষয়ে প্রিয়তী বলেন, ‘আমি কাউকে দায় দিতে চায় না। তবে আমার ভদ্রতাকে তারা আমার দুর্বলতা ভেবেছে। পেশাদারিত্বের পরিচয় তারা দেখাতে সক্ষম হয়নি।দেশের ও দেশের মানুষের জন্য কাজ করতে চান প্রিয়তী। আর তাই সম্প্রতি তিনি দেশের রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার ঘোষণা দিয়েছেন।
আর মাত্র এক মাস বাঁচবেন ইরফান খান!
হলিউড এমনকি বাংলাদেশের সিনেমাতেও রেখেছেন দক্ষতার ছাপ রেখেছেন ইরফান খান। গত ১৫ মার্চ তিনি নিজেই টুইট করে জানান, তিনি একটি বিরল রোগে আক্রান্ত। পরে ইরফান জানান, তার নিউরো এন্ড্রোক্রাইন টিউমার হয়েছে। অথচ সোমবার একটি টুইটে জানা গেল, ইরফান নাকি আর মাত্র এক মাস বাঁচবেন! এরইমধ্যে শোকের ছায়া নেমে আসতে শুরু করেছে বলিউড সিনেমহলে।
স্থানীয় চলচ্চিত্র সাংবাদিক উমের সিন্ধু সম্প্রতি তার টুইটার হ্যান্ডেলে লিখেছেন, ভালো নেই ইরফান। নায়কের পরিবার সূত্রের খবর, ক্যান্সারের লাস্ট স্টেজে রয়েছেন অভিনেতা। চিকিৎসক জানিয়ে দিয়েছেন, ইরফান হয়তো আর এক মাস বাঁচবেন।
কিছুদিন আগে নায়কের অসুস্থ হওয়ার খবর নিজেই জানিয়েছিলেন তিনি। পরে জানা গিয়েছিল তার জন্ডিস হয়েছে।
পরে অবশ্য সে তথ্য ভুল বলে নিজের পোস্টের মাধ্যমেই জানিয়েছিলেন ইরফান খান। বলেছিলেন বিরল রোগে আক্রান্ত তিনি। সময় হলে নিজেই জানাবেন রোগের নাম। কিন্তু নায়কের কিছু জানানোর আগেই উমের সিন্ধু জানিয়েছেন, ক্যান্সার হয়েছে ইরফানের।
হয়তো আর এক মাস বাঁচবেন তিনি।এর আগেও ইরফানের ক্যানসারের খবর জানা গিয়েছিলে। সেই সময় মুখ খুলেছিলেন ইরফানপত্মী সুতপা শিকদার ।
তিনি বলেন, তার সবচেয়ে ভালো বন্ধুটি নিজের রোগের সাথে সাহসের সাথে লড়াই করছেন। এই লড়াই তাদের জিততে হবেই। তবে এই সময় যারা গুজব ছড়াচ্ছেন তারা নিজের কাজে মন দিন।তিনি বলেন, লড়াই কঠিন হলেও জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী তিনি। তার বিশ্বাস, শিগগিরই জীবনের মূল স্রোতে ফিরবেন তারা।
কিন্তু উমের সিন্ধুর টুইটের পর এখনও অভিনেতার পরিবারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। ফলে সময় যত এগোচ্ছে মন খারাপের কালো মেঘ ঘনিয়ে আসছে ইরফান অনুরাগীদের মধ্যে।
newsagency.space