শীর্ষনিউজ, জাবি: সরকারি চাকরিতে বিদ্যমান কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে সকাল সাড়ে ৯টায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে গত কিছু দিন ধরেই মহাসড়ক সংলগ্ন জাবির প্রধান ফটক ও জয় বাংলা গেটে সতর্ক অবস্থানে ছিলো সাভার ও আশুলিয়া থানার দুটি ইউনিটের পুলিশ।
কিন্তু আজ সকালে প্রায় এক হাজার শিক্ষার্থী একসঙ্গে স্লোগান দিয়ে জাবির প্রধান গেট দিয়ে ঢাকা-আরিচা মহাসড়কে উঠে এলে ভড়কে যায় তারা। এ সময় শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে হলুদ রঙের একটি জলকামান ফেলেই ঘটনাস্থল থেকে দ্রুতবেগে জাবির জয় বাংলা গেট হয়ে পালিয়ে যায় পুলিশ।
কিছুক্ষণ পর কিছু শিক্ষার্থী কোটা সংস্কারের স্লোগান দিয়ে জলকামানটির চাকার হাওয়া ছেড়ে দেয়।
শীর্ষনিউজ/প্রতিনিধি/এমই
কোটা সংস্কারে সরকারের সুস্পষ্ট ঘোষণা চেয়েছে ঢাবি শিক্ষক সমিতি
শীর্ষনিউজ, ঢাকা: শিক্ষার্থীদের কোটা সংস্কারের দাবির বিষয়ে সরকারকে দ্রুত সিদ্ধান্ত জানানোর আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। শিক্ষার্থীদের দাবিকে যৌক্তিক উল্লেখ করে দ্রুততম সময়ের মধ্যে এ বিষয়ে সরকারের উচ্চপর্যায়ের সুস্পষ্ট সিদ্ধান্ত ঘোষণার আহ্বান জানিয়েছে সমিতি।
আজ বুধবার সকালে সমিতির সভাপতি এ এস এম মাকসুদ কামাল ও সাধারণ সম্পাদক শিবলী রুবাইতুল ইসলামের সই করা এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।
শিক্ষার্থীর দাবির প্রতি সমর্থন জানিয়ে এতে বলা হয়, শিক্ষক সমিতি মনে করে, এ কোটা সংস্কার এখন যুগের চাহিদা। একই সঙ্গে সমিতি শিক্ষার্থীদের নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচি পালনের সময় কোনো ধরনের পুলিশি ব্যবস্থা নেয়া থেকে বিরত থাকতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে।
এ ছাড়া শিক্ষক ও শিক্ষার্থীদের নিরাপত্তা বিধানের কার্যকর ব্যবস্থা নেয়ারও দাবি জানিয়েছে সমিতি।
শীর্ষনিউজ/এম