আফগান সিরিজে অংশগ্রহনের জন্য বাংলাদেশ দল আগেই ছেড়েছে দেশ। আজ সকালে দেশ ত্যাগ করেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান।
বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিবের সাথে দেশ ছেড়েছেন বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
বিমানে উঠার আগে সাংবাদিকদের সাথে আলাপকালে সাকিব মু্স্তাফিজকে নিয়ে বলেন, ‘আমাদের দলের সেরা টি টোয়েন্টি বোলারকে পাচ্ছি না এটি তো স্বাভাবিকভাবেই বেশ কঠিন হবে। তবে এটি কিন্তু আরেকটি সুযোগ অন্য বোলারদের কিংবা আরেকজন ক্রিকেটারের জন্য।’
তিনি এসময় আরো বলেন, ‘লক্ষ্যটা অবশ্যই জেতা। সবাই তো জয়ের জন্যই খেলতে চায়। আমাদের লক্ষ্য থাকবে ম্যাচ বাই ম্যাচ খেলার। প্রথম ম্যাচটি গুরুত্বপূর্ণ। যদি আমরা ভালো শুরু করতে পারি এবং মোমেন্টাম আমাদের দিকে থাকে পরের দুই ম্যাচ আমাদের জন্য সহজ হবে বলে আমি মনে করি।’
সিরিজে বাংলাদেশ আফগানিস্তানের মুখোমুখি হবে ৩, ৫ ও জুন