আজ বুধবার গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কারাদণ্ড প্রসঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সেখানে তিনি বলেন, ‘আমি তো তাঁকে জেলে দেই নাই। তাঁকে সাজা দিয়েছে আদালত। আমি তাঁকে জেলে দিলে, যেদিন তিনি অগ্নিসন্ত্রাস করেছেন তখনই তাঁকে জেলে দিতে পারতাম। এমনকি যেদিন তাঁর ছেলে মারা যাওয়ার পর আমাকে ঢুকতে দেয়নি সেদিনও জেলে দিতে পারতাম। কিন্তু আমি তো সেটি করিনি।’
তিনি আরো বলেন, ‘খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করেছেন বলেই আদালত তাঁকে সাজা দিয়েছে। এ মামলা তো দিয়েছে খালেদা জিয়ার পছন্দের সেনা সমর্থিত সরকার। ১০ বছর এ মামলার বিচার কাজ চলেছে, এরপর রায় হয়েছে।’অন্যদিকে খালেদা জিয়ার মুক্তি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘আমার কাছে মুক্তি চেয়ে লাভ কী।
আমি কি জামিন দিতে পারব? জামিন দিলে দিবে আদালত, সেখানে আমার তো কিছু করার নেই। পারলে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাক, রাষ্ট্রপতি যদি ক্ষমা না করেন তাহলে তাঁকে দোষ দিবেন।’
রিজভীকে এক বালতি পানি পাঠান : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী ভারত সফর থেকে এক বালতি পানিও আনতে পারেননি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মন্তব্যের জবাবে শেখ হাসিনা বলেন, তাকে (রিজভী) এক বালতি পানি পাঠাতে।বুধবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।শেখ হাসিনা বলেন, ওরা তো বললো আমি এক বালতি পানিও আনতে পারিনি। এক বালতি পানি রিজভীকে পাঠিয়ে দেয়া উচিত। একজনকে দায়িত্ব দাও ওকে কয়েক বোতল পানি পাঠিয়ে দিক। রোজার মাস, কাজে লাগবে।
তিনি বলেন, ‘বিএনপি তো অনেক বোঝে তাহলে আর বলার দরকার নাই। তারাও তো কম যায় নাই। খালেদা জিয়া কি ভারতে যায় নাই? জিয়াউর রহমান ক্ষমতা দখল করার ২ বছরের মধ্যেই ভারতে গিয়েছিল। কেন গিয়েছিল? সেটা বিএনপিকে জিজ্ঞেস করেন, ক্ষমতা দখল করেই ভারত গিয়েছিল। বিএনপি এখন তিস্তার পানি কথা বলে, বিএনপি নেতাদের কি মনে নাই উনাদের নেত্রী ভারত সফরে গিয়ে গঙ্গার পানির কথা ভুলে গিয়েছিলেন?’
প্রধানমন্ত্রী বলেন, ভারত আমাকে ক্ষমতায় আনবে কী আনবে না সেটা জানি না। ২০০১ সালে আমেরিকান কোম্পানি এখানে গ্যাস উত্তোলন করেছিল এখানে, সেই গ্যাস বিক্রি করবে ভারতের কাছে। আমি কিন্তু রাজি হয়নি, খালেদা জিয়া লিখে দিয়ে এসেছিলে। আমি বলেছিলাম গ্যাসের মালিক এ দেশের জনগণ।তিনি বলেন, খালেদা জিয়া মুচলেকা লিখে দিলো গ্যাস বিক্রি করবে ক্ষমতা এলো। আমি শুধু বললাম আল্লাহ্ মন বুঝে ধন দেয়। আমি মুচলেকা দেয়া দলের নই।
amardesh247.com