বিশিষ্ট সাংবাদিক, বিএফইউজে’র সাবেক নির্বাহী সদস্য ও জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য রফিক ভূঁইয়ার ইন্তিকাল। ২৮ অক্টোবর পুলিশের টিয়ার শেলে আঘাতপ্রাপ্ত হয়ে বিশিষ্ট সাংবাদিক, বিএফইউজে’র সাবেক নির্বাহী সদস্য ও জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য রফিক ভূইয়া ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি অবিভক্ত বিএফইউজে ও সিএমইউজে’র তুখোড় সাংবাদিক নেতা ছিলেন। ওয়ানবিডি.নিউজ পরিবারের পক্ষ থেকে বর্ষীয়ান এই সাংবাদিকের ইন্তিকালে আমরা গভীর শোক প্রকাশ করছি। তাঁর ইন্তিকালে জাতি একজন প্রথিতযশা সাংবাদিককে হারাল। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তাঁর ভূমিকা অনস্বীকার্য। তিনি আজীবন সত্য প্রতিষ্ঠায় সংগ্রাম করে গিয়েছেন। আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোক-সন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।