পৃথিবীর কোন আইনজীবি খালেদা জিয়া কে মুক্তি করতে পারবেনা – পাঠান আজহারপৃথিবীর কোন আইনজীবি আইনি লড়াইয়ে খালেদা জিয়া কে মুক্তি করতে পারবেনা, কারন মামলাটিই বেআইনি।আপনারা কিসের আন্দোলন করেন,যে আন্দোলনের মাঝে সাধারন নেতাকর্মী আরো বেশি মামলা হামলা শিকার হচ্ছে?খালেদা জিয়া কে আন্দোলন ছাড়া মুক্তি করা যাবেনা এটা ১০০% সত্য, কিন্তু ছাত্রদলের কমিটি না দিয়ে আন্দোলনে সফল হবে না এটাও সত্য। আগে নিজেরা শক্তিশালী হোন।
কি বলবো দুঃখ লাগে আপনারা জাতীয় ঐক্যের কথা বলেন কিন্তু কার সাথে জাতীয় ঐক্য হবে জানতে পারি.?আমি মনে করি জাতীয় ঐক্য ঐ সকল রাজনৈতিক দল গুলোর সাথে হতে পারে, যারা পরীক্ষিত জাতীয়তাবাদে বিশ্বাস করেন। তবে এই সময়ে সব চাইতে জরুরি প্রয়োজন সর্বদলীয় ছাত্র ঐক্য।জাতীয় প্রেসক্লাবে খালেদা জিয়া মুক্তি পরিষদ ও গনতান্ত্রিক সাংস্কৃতিক জোটের প্রতিবাদ সভায় বক্তা হিসাবে এই সব কথা বলেন তিনি।
অনুষ্ঠানের সভাপতি ছিলেনঃ মিজানুর রহমান চৌধুরী সদস্য বিএনপি কেন্দ্রীয় কমিটি।
প্রধান অতিথি সাবেক মন্ত্রী ড.খন্দকার মোশাররফ হোসেন সদস্য বিএনপি স্থায়ী কমিটি। সূত্র-ফেসবুক পোষ্টঃ- পাঠান আজহার উদ্দীন প্রিন্স
amardesh247.com