বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিসহ এক দফা দাবিতে অনশন কর্মসূচি পালন করবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল।আগামীকাল সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ কর্মসূচি চলবে। এতে দুই শতাধিক মুক্তিযোদ্ধা অংশ নেবেন।
আজ রোববার মুক্তিযোদ্ধা দলের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচির উদ্বোধন করবেন এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাপনী বক্তব্য দেবেন।
উৎসঃ আমাদের সময়