এক দফা দাবিতে অনশনে বসছেন ২০০ বীর মুক্তিযোদ্ধা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিসহ এক দফা দাবিতে অনশন কর্মসূচি পালন করবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল।আগামীকাল সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ কর্মসূচি চলবে। এতে দুই শতাধিক মুক্তিযোদ্ধা অংশ নেবেন।

আজ রোববার মুক্তিযোদ্ধা দলের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচির উদ্বোধন করবেন এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাপনী বক্তব্য দেবেন।

উৎসঃ আমাদের সময়