গত ২৪ ফেব্রুয়ারী-২০২৩ তারিখ জুমা’বার ঠাকুরগাঁও জেলা জামায়াতের উদ্যোগে ঠাকুরগাঁও শহরের এক মিলনায়তনে বার্ষিক রুকন (সদস্য)সম্মেলন -২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ঠাকুরগাঁও জেলা আমীর মাওলানা আব্দুল হাকিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত আমীরে জামায়াত ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।
প্রধান অতিথি’র বক্তব্যে ভারপ্রাপ্ত আমীরে জামায়াত বলেন, রুকনসহ সকল জনশক্তিকে সফল জীবনের জন্য ব্যবহারিক জিন্দেগীর ব্যাপারে ঋনমুক্ত থাকতে হবে, রক্তের সাথে সম্পর্কিত ভাই ও আত্বীয়তার বন্ধন রক্ষায় যত্নবান হওয়া, মানুষের হক নষ্ট না করা, সাংগঠনিক জীবনে সাহসিকতা ও দৃঢ়তার সাথে দ্বীনি দায়িত্ব পালনসহ প্রাত্যহিক জীবনে আকর্ষনীয় চরিত্রের অধিকারী হওয়ার আহবান জানিয়েছেন।
বিশেষ অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি সংযুক্ত ছিলেন কেন্দ্রীয় সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এবং রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আব্দুল হালিম। তিনি বলেন, একটি জনপদের জাতীয় সংসদে আইন প্রণয়ন করা হয়ে থাকে। এজন্য দ্বীন প্রতিষ্ঠায় জাতীয় নির্বাচনে বিজয়ী হতে হলে তৃণমূল সংগঠনের মজবুতি’র দিকে সর্বাধিক নজর দেয়া দরকার।
আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল। তিনি বলেন, একটি ইনসাফভিত্তিক ও কল্যাণমূলক রাষ্ট্র বিনির্মাণে গণভিত্তি রচনা করতে ব্যাপক কাজ বাড়াতে হবে। এক্ষেত্রে সকল পেশাজীবি তথা নারী-পুরুষ, শ্রমিক, যুব, ছাত্র-ছাত্রী সংগঠনের পরিধি ও ব্যাপ্তি আরও প্রশস্থ করার দায়িত্ব রুকনগনকে গ্রহণ করতে হবে।
অন্যতম বিশেষ অতিথি জনাব দেলাওয়ার তার বক্তব্যে রুকনদের উদ্দেশে বলেন যে, হিমসের গভর্নর হযরত সাঈদ ইবনে আমের (রা:) এর মত দারিদ্রতা ও দৈন্যতা থাকার পরেও আন্তরিকতা ও নিষ্ঠার সহিত নেতৃত্ব দেয়ার প্রতি গুরাত্বারোপ করেন। রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য মাওলানা আব্দুল খালেক এর দারসুল কুরআনের মধ্য দিয়ে শুরু হওয়া এ সম্মেলনে বিগত সম্মেলনের কার্যবিবরণী পাঠ ও অনুমোদন করা হয়। রুকন সম্মেলনের সঞ্চালনায় দায়িত্ব পালন করেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ আলমগীর।