ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুর রহিম ভূঁইয়া সোমবার, ডিসেম্বির ১২, ২০২২, রাত থেকে নিখোঁজ বলে দাবি করছে পরিবার। এ ঘটনায় আজ মঙ্গলবার বিকেলে ওয়ারী থানায় একটি সাধারণ ডায়েরি-জিডি করেছেন তাঁর মা আবেদা খাতুন।
জিডিতে বলা হয়, গতকাল রাত আটটার দিকে ব্যবসার কথা বলে ওয়ারীর বাসা থেকে বের হন আবদুর রহিম। এরপর আর বাসায় ফেরেননি তিনি। আত্মীয়স্বজনদের বাসায় খোঁজ নিয়েও তাঁর অবস্থানের বিষয়ে তথ্য পাওয়া যায়নি।
আবদুর রহমানের বাবা আবদুল হাই ভূঁইয়া বলেন, বাসা থেকে বের হওয়ার পর তাঁর সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। আজ দুপুরে তাঁর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি খোলা পাওয়া যায়। তবে কিছুক্ষণ পর মুঠোফোনটি বন্ধ হয়ে যায়।
আবদুর রহিম ১৫ বছর ধরে ছাত্রদলের রাজনীতি করেন বলে জানিয়েছেন তাঁর বাবা। তিনি বলেন, পাশাপাশি প্যাকেজিংয়ের ব্যবসাও করেন তাঁর ছেলে। গত ৪ নভেম্বর ওয়ারী থানার একটি নাশকতার মামলায় আবদুর রহিমকে আসামি করা হয়েছিল।
আবদুল হাই ভূঁইয়া ধারণা করছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁর ছেলেকে তুলে নিয়ে গিয়েছেন। তবে থানা-পুলিশসহ আইন প্রয়োগকারী একাধিক সংস্থার সঙ্গে যোগাযোগ করেও আবদুর রহিমের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
রাজধানীতে ছাত্রদল নেতা ‘নিখোঁজ’,
পরিবারের জিডি
