১২ বছরের মত জেলে বন্দি করে রাখা হয়েছে, তবু ও মুখের হাসি যেন অম্লান!

আল্লামা সাঈদীর আজকের ছবি! ১২ বছরের মত জেলে বন্দি করে রাখা হয়েছে, তবু ও মুখের হাসি যেন অম্লান! এত জেল-জুলুম, নির্যাতন তবু ও আলহামদুলিল্লাহ ধমানো যায় নি। রাজনৈতিক নেতা কিংবা ইসলামিক স্কলার হিসেবে এই দেশে আল্লামা সাঈদী হুজুর দৃষ্টান্ত স্থাপন করেছে।

উল্লেখ্য আজ সকালে আমার পরম শ্রদ্ধেয় পিতা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে কথিত যাকাতের টাকা আত্নসাতের (!!) মামলায় আবারো ঢাকার বখশিবাজারস্থ মাদ্রাসা ই আলিয়াতে স্থাপিত অস্থায়ী আদালতে হাজির করেছিল। মামলার বাদী আইয়ুব আলী চৌধুরীর কথিত স্বাক্ষ্য প্রদানের মাধ্যমে এই মামলায় স্বাক্ষ্য গ্রহণ শুরু করা হল। আজ মামলার বাদী ৫/৭ মিনিট স্বাক্ষ্য প্রদান করেছেন তাও সব আগে থেকে লিখে আনা কাগজ দেখে দেখে। আমাদের আইনজীবীগণ বারবার বাদীর এহেন কাজের ব্যাপারে আদালতে দৃষ্টি আকর্ষন করলেও আদালত যথাযথ কোন ব্যবস্থা গ্রহণ করেন নি। আহা!

বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী কোর্ট শেষে আমাদের মাধ্যমে দেশবাসীকে সালাম জানিয়েছেন ও দোয়া চেয়েছেন। তিনি দেশের জন্য, দেশের মানুষের কল্যাণের জন্য দোয়া করেছেন। তিনি নিজের জন্য দোয়া চেয়েছেন এই বলে যে- ‘আল্লাহ তায়ালা যেন একটিবারের জন্য হলেও আমাকে কোরআনের ময়দানে ফিরিয়ে দেন, আমি মানুষকে কোরআন শুনাতে চাই। আর আমার মৃত্যু যেন কারাগারে নয়, মদীনায় হয়। আর আমার কবর যেন হয় জান্নাতুল বাকিতে।’ মহান আল্লাহ জাল্লা শানুহু মজলুমের আর্তনাদ কবুল করুন। আল্লামা সাঈদীকে দয়া করে কোরআনের ময়দানে ফিরিয়ে দিন।