আইপিএলের ২য় কোয়ালিফায়ারে ইডেন গার্ডেন্সে হায়দ্রাবাদের বিপক্ষে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা। এই ম্যাচে যে দল জিতবে সেই দলেই ফাইনাল নিশ্চিত করবে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে।
বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হয়েছে ম্যাচটি। ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে স্টার স্পোর্টস ওয়ান, স্টার স্পোর্টস হিন্দি, স্টার স্পোর্টস সিলেক্ট ওয়ান ও রেডিও বাংলা।
ব্যাটিংয়ে নেমে হায়দ্রবাদের সংগ্রহ: ১৭৪/৭ (২০ ওভার) রশিদ ১০ বল থেকে ৩৪ রান করে অপরাজিত থেকে গেছেন। ধাওয়ান ৩৪ উইলিয়ামসন ৩,পাঠান ৩, ব্রাথওয়েট ৮ সাকিব ২৪ বল থেকে ২৮ সাহা ৩৫ রান করে আউট হয়েছেন। জয়ের জন্য কলকাতার টার্গেট ১৭৫ রান।
ব্যাটিংয়ে নেমে কলাকাতার সংগ্রহ: ১১১৮/৫ (১৪ওভার) নারিন ২৬, কার্তিক ৮, লিন ৪৮ ও রানা ২২ রান করে আউট হয়েছেন। রাসেল ৩ ও গিল ৭ রান করে ব্যাট করছেন। সাকিবের ১ম ওভারে উইকেট পড়েছে ঠিকই কিন্তু রান আউট হওয়ায় সেটি তার ব্যক্তিগত উইকেটে পড়েনি। নিজের প্রথম ওভার শেষে মাত্র ৭ রান খরচ করেছেন সাকিব। নিজের ২য় ওভারে এসে মাত্র ৪ রান খরচ করে দূর্দান্ত ফর্মে থাকা কলকাতার অধিনায়ক কার্তিকের উইকেট তুলে নেন তিনি। ২ ওভারে ১১ রান দিয়ে ১ উইকেট পেয়েছেন তিনি। নিজের ৩য় ওভারে এসে মাত্র ৫ রান খরচ করেছেন সাকিব। ৩ ওভার শেষে ১৬ রান দিয়ে ১ উইকেট পেয়েছেন তিনি।
কলকাতার একাদশঃ সুনীল নারিন, ক্রিস লিন, রবিন উত্থাপ্পা, নিতেশ রানা, দিনেশ কার্তিক, শুবনাম গিল, আন্দ্রে রাসেল, পিযুশ চাওলা, কুলদীপ যাদব, এনকৃষনা।
হায়দ্রাবাদ একাদশঃ শিকর ধাওয়ান, রিইদ্ধিমান সাহা, কেন উইলিয়ামসন, দীপক হুদা, ইউসুফ পাঠান, সাকিব আল হাসান, কার্লোস ব্রাথওয়েট, ভুনেবশব্র কুমার, রশিদ খান, সিদ্ধার্থ কঊল, কে আহমেদ।