ইউক্রেনের মারিওপোল দখলে শেষ মুহূর্তের লড়াই চলছে দুই পক্ষের। রাশিয়া বলেছে, অবরুদ্ধ আজভস্তাল কারখানার অবশিষ্ট ইউক্রেনীয় সেনাদেরকে




আত্মসমর্পণ করতে হবে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ‘ইউক্রেনের উচিত এই সেনাদের আত্মসমর্পণের নির্দেশ দেয়া।’ এর মধ্যে এখনও




অবশিষ্ট থাকা বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে নতুন সেফ প্যাসেজের চেষ্টা করছে জাতিসংঘ।আলোচনায় শেষ মুহূর্তের শর্তাবলী নিয়ে কাজ করা হচ্ছে।




ধারণা করা হচ্ছে চলতি সপ্তাহের শেষ নাগাদ তা কার্যকর হতে পারে। জাতিসংঘের হিউম্যান রাইটস বিষয়ক হাইকমিশনার মিশেল বেশেট জানান, মারিওপোল,




খারখিভ এবং লোহানস্কসহ বিভিন্ন শহর থেকে ১শ ৮০জনেরও বেশি অপহরণের অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে রয়েছেন স্থানীয় সরকারি কর্মকর্তা, সাংবাদিক এবং সমাজের গণ্যমান্য ব্যক্তি।