আজ ঈদের দিন। খুশির বন্যা বইছে চারদিকে। করোনার চোখ রাঙানিকে জয় করে দুই বছর প্রাণ ফিরে পেয়েছে ঈদের উৎসব। চারদিকে ছুটছেন সবাই, বন্ধু-স্বজনদের বাড়ি বাড়ি।




কেউ দলবলে ঘুরছেন নানা স্পটে। তবে ঈদের এই আনন্দকে মাটি করে দিতে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মাহফুজ আজ রাতে আঘাত হানবে বাংলাদেশ উপকূলে শক্তিশালী হচ্ছে “ঘূর্ণিঝড় মাহফুজ”!




ঘূর্ণিঝড়টি আজ বাংলাদেশ উপকূলে আঘাত হানার আশঙ্কা বেশি। ঘূর্ণিঝড় মাহফুজের প্রভাবে ঈদের দিন সকাল থেকে দেশের নানা প্রান্তে বৃষ্টি এবং ঝড়ো বাতাস বইতে শুরু করছে।




ঘূর্নিঝড় মাহফুজের প্রভাব মোকাবেলায় এই মূহুর্ত থেকে টিভি সেটের সামনে অবস্থানরত সকল দর্শক শ্রোতাকে অতিসত্বর নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।