আওয়ামী লীগের আয়ু ৮ মাস!

আওয়ামী লীগের আয়ু আট মাস মন্তব্য ক‌রে বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম বলেছেন, আগা‌মী‌তে সুষ্ঠু নির্বাচন দিলে এই সরকারকে ক্ষমতা থেকে বিদায় নিতে হবে। তিনি বলেন, সরকার মনে করছেন তারা ক্ষমতায় থেকে আবারো একটি পাতানো নির্বাচন করবে কিন্তু দেশের জনগণ হ‌তে দি‌বে না।

আব্দুস সালাম ব‌লেন, গত নির্বাচনে সরকার শত শত লোককে খুন করেছে, শত শত গাড়ি পুড়িয়ে দিয়ে বিএনপির ওপর দোষ চাপিয়ে দিয়েছে। দেশের জনগণকে বোকা বানানোর চেষ্টা করেছেন। কিন্ত দেশের মানুষ এ‌তো বোকা নয়। তারা আপনাদের চালাকি বুঝতে পেরেছে। তাই শত চেষ্টা করলেও আপনারা আর সেই চালাকি করতে পারবেন না।শুক্রবার (৬ এ‌প্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। কারাবন্দি বিএনপিরর চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছা সেবকদলের সভাপতি শফিউল বাবু বারীসহ সকল রাজবন্দিদের মুক্তির দাবিতে এ মানববন্ধনের আয়োজন করে তারেক জিয়া সাইবার ফোর্স নামের একটি সংগঠন।


সরকারকে উদ্দেশ্য করে আব্দুস সালাম বলেন, আপনারা দেশের সমস্ত ব্যাংক লুট করেছেন। শেয়ারবাজার ধ্বংস করেছেন। দেশটাকে আর ধ্বংস করবেন না।
তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে তার সাথে আলোচনা করুন। আলোচনার মধ্য দিয়ে সকল দলের অংশগ্রহণমূলক নির্বাচনেরর ব্যবস্থা করুন অন্যথায়, আপনাদের নেতাকর্মীরা পালানোর সময় পাবে না।আয়োজক সংগঠনের সভানেত্রী ফাতেমা খানমের সভাপতিত্বে মানববন্ধনে আরো উপস্থীত ছিলেন বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিব, নির্বাহী কমিটির সদস্য দেবাশীস রায় মধু, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপন, বিএনপি নেতা কাজী মুনিরুজ্জামান মুনির প্রমুখ।

পিপি হত্যাকাণ্ড: বিএনপি-জামায়াতকে দোষারোপের রাজনীতি

রংপুরের বিশেষ জজ আদালতের পিপি রথিশ চন্দ্র ভৌমিক ছিলেন জাপানি নাগরিক নাগরিক কুনিও হোসি হত্যা মামলা এবং মাজারের খাদেম হত্যা মামলার সরকারি আইনজীবী। তিনি যখন নিখোঁজ হন স্বাভাবিকভাবেই উদ্বেগে ছিল সারাদেশের সাধারণ মানুষ।’

অথচ এর মধ্যেই কোনো ধরনের তদন্ত ছাড়া বলা হলো, তার নিখোঁজের সঙ্গে বিএনপি-বিএনপি জামায়াত জড়িত! তার স্ত্রী তো আরো কয়েক দফা এগিয়ে বললেন, পাঞ্জাবী পরিহিত এক লোকের সঙ্গে ঘর থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ! অথচ এর প্রায় ৫ দিন পর পাওয়া গেল ভিন্ন খবর। আইনশৃঙ্খলা রক্ষাকারী বলছে- স্ত্রীর পরকীয়ার বলি হয়েছেন ওই আইনজীবী। এমনকি তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রথিশের মরদেহ উদ্ধার করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে আসল ঘটনা উদঘাটন করতে পারায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা অভিনন্দন জানাই।

তবে এর আগে তদন্ত ছাড়াই বিএনপি-জামায়াতকে যে দোষারোপ করা হলো তার কী হবে? আমরা মনে করি, রাজনৈতিক দল হিসেবে বিএনপি-জামায়াত জোটের ভুল থাকতেই পারে। একইসঙ্গে থাকতে পারে তাদের সঙ্গে বিরোধিতা। তাই বলে যেকোন ঘটনায় তদন্ত ছাড়াই তাদেরকে দোষারোপ করতে হবে? এতে কি প্রকৃত অপরাধীরা পার পেয়ে যায় না? এই যেমন দোষারোপের রাজনীতির কারণে খুনি স্ত্রী এবং তার দোসররা এবার এই গল্প সাজাতে পেরেছে। এর দায় কার? দোষারোপের রাজনীতিকে দায় দিলে তা কি ভুল হবে? না ভুল হবে না। তাই ভবিষ্যতে একই ঘটনার পুনরাবৃত্তি রোধে সবাইকে দোষারোপের রাজনীতির সংস্কৃতি থেকে বের হয়ে আসতে আমরা সকলকে আহ্বান জানাই।
Amardesh247.com