শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নন্দিত কথা সাহিত্যিক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল।
সোমবার (২৮ শে ডিসেম্বর) বরিশাল বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ওরিয়েন্টেশন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় অধ্যপক ড. মুহম্মদ জাফর ইকবাল কে পেয়ে শিক্ষার্থীরা আনন্দে আত্মহারা হয়ে ওঠেন। ড. মুহম্মদ জাফর ইকবালও ছিলেন প্রাণবন্ত তরুণ। তিনি নবীনদের মাঝে ব্যক্ত করেন নিজের বাস্তব অভিজ্ঞতা।




প্রধান অতিথির বক্তব্যে ড. মুহম্মদ জাফর ইকবাল শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, পৃথিবীর সবচেয়ে বেশি ক্ষতি করেছে মার্ক ইলিয়ট জাকারবার্গ। বর্তমানে শিক্ষার্থীরা ফেসবুকে আসক্ত হয়ে পড়ায় তাদের চিন্তা ও সৃজনশীলতা জায়গা নষ্ট হয়ে যাচ্ছে।




তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে ট্রেনিং সেন্টার না, যে ট্রেনিং করে শিখিয়ে তোমাদেরকে ছেড়ে দিলাম। বিশ্ববিদ্যালয় হচ্ছে ইউনিভার্সাল এবং বিশ্বব্রহ্মাণ্ডের একটি প্রতিষ্ঠান। তাই তোমাদের মনটা হতে হবে বড় এবং বাইরের অনেক কিছু শিখতে হবে।




এছাড়া অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন, প্রোক্টর ড. মোঃ খোরশেদ আলম, শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ আব্দুল কাইউম এবং নবীব ও প্রবীণ ৩ জন শিক্ষার্থী এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. মোঃ মুহাসিন উদ্দীন।
উৎসঃ আরটিভি