প্রধানমন্ত্রীকে জাতিসংঘ মহাসচিবের টেলিফোন

রোহিঙ্গা সংকট মোকাবেলায় বাংলাদেশের পদক্ষেপের প্রশংসা করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। শুক্রবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়ে তিনি একথা বলেন।প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার রাতে দেয়া টেলিফোনে রোহিঙ্গাদের বিষয়ে বাংলাদেশের পদক্ষেপের প্রশংসা করেছেন জাতিসংঘ মহাসচিব। বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের সম্পাদিত চুক্তি বাস্তবায়নে জাতিসংঘের সহযোগিতা চেয়েছেন শেখ হাসিনা। রোহিঙ্গা পরিস্থিতি দেখতে জাতিসংঘ মহাসচিবকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী।’

এদিকে বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জন করায় শুভেচ্ছা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। ইউএনডিপি বাংলাদেশের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় জাতিসংঘ মহাসচিব বলেন, এ অর্জন স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে, দারিদ্র্য ও ক্ষুধামুক্তির জন্য কাজ করে যাচ্ছে বাংলাদেশ।জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আরো বলেন, ‘বাংলাদেশ পৃথিবীর স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জন করায় আমি খুবই আনন্দিত। বাংলাদেশের উত্তরণ স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে দেশটির লক্ষ-কোটি জনগণের দারিদ্র ও ক্ষুধা-মুক্তির অঙ্গীকারসহ অন্তভুর্ক্তিমূলক ও ক্রমবর্ধনশীল অর্থনীতি প্রতিষ্ঠায় তারা বদ্ধপরিকর। নারীর ক্ষমতায়ন ও শিক্ষার সুযোগ প্রসারের ক্ষেত্রে সাফল্যের জন্যও আমি বাংলাদেশকে সাধুবাদ জানাই।’
somoynews.tv

দেশকে ব্যর্থ রাষ্ট্র করার ষড়যন্ত্র করছে বিএনপি

আইনমন্ত্রীবিএনপি বাংলাদেশকে কখনো উন্নত রাষ্ট্রে উন্নীত করার চেষ্টা করেনি। তারা সবসময় বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র করার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মেহারী ইউনিয়নের খেওড়া আনন্দময়ী উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটাকে এগিয়ে নেয়ার জন্য কাজ করে যাচ্ছেন। শিক্ষা ও গবেষণার ব্যাপারে তার যত নীতি আছে তা প্রধান্য পায়।’

শিক্ষার্থীদের উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, ‘ছাত্র-ছাত্রীরাই দেশের ভবিষ্যৎ। শেখ হাসিনা আমাদের স্বপ্ন দেখতে শিখিয়েছেন। আমরা যখন স্বপ্ন দেখতে শিখে গেছি সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিব ইনশাআল্লাহ।’অনুষ্ঠানের আহবায়ক অ্যাডভোকেট এম. হারুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আনিসুল হক ভুইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট রাশেদুল কাওসার ভুইয়া জীবন, কসবা পৌর মেয়র মো. এমরান উদ্দিন জুয়েল, কাজী আজহারুল ইসলাম, এম.জি হাক্কানী প্রমুখ।
bdreport24.com