দুর্দান্ত জয়ে পয়েন্ট টেবিলে বড় লাফ দিল মুস্তাফিজের মুম্বাই; দেখুন অন্যদের অবস্থান…

মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য এখন প্রতিটি ম্যাচই বাঁচা-মরার লড়াই। কিংস ইলেভেন পাঞ্জাবকে হারিয়ে সেই লড়াইয়ে টিকে রইলো মুস্তাফিজদের দল। ম্যাচটি তারা জিতেছে ৬ উইকেট হাতে রেখে, এক ওভার বাকি থাকতেই।

আর এ ম্যাচ শেষে একে একে ৩৪ ম্যাচ হলো আইপিএলে ।

এই জয়ে পয়েন্ট টেবিলে বড় লাফ দিয়েছে মুম্বাই । পয়েন্ট টেবিলের তলানি থেকে ৬ পয়েন্ট অর্জন করে রান রেটে এগিয়ে থেকে ৫ এ উঠে এসেছে তারা । এতেই সম্ভবনার দার খুলে গেছে মুস্তাফিজদের । অন্য আজ হারলেও টেবিলের চতুর্থ অবস্থানেই রয়েছে পাঞ্জাব ।

 

 

এখনো ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে সাকিবের হায়দ্রাবাদ । সমান পয়েন্ট নিয়ে দুইয়ে ধোনির চেন্নাই । সমান ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে কলকাতা ও পাঞ্জাব । এরপর সমান ৫ পয়েন্ট নিয়ে পঞ্চম অবস্থানে মুম্বাই , ষষ্ঠ অবস্থানে ব্যাঙ্গালুরু , সপ্তম অবস্থানে দিল্লি ও অষ্টম অবস্থানে রয়েছে রাজস্থান ।

আর এতেই জমে উঠেছে প্লে-অফের লড়াই । কারা যাবে শেষ চারে এই প্রশ্ন সকল ক্রিকেট ভক্তদের মাঝে …