বিএনপির তৃণমূলে বিদ্রোহ দেখা দিয়েছে। কেন্দ্রীয় নেতাদের কাছে তারা আন্দোলন এবং নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট কর্মসূচি চেয়েছে। একই সঙ্গে অবিলম্বে বর্তমান পরিস্থিতি আলোচনার জন্য জাতীয় নির্বাহী কমিটির সভা আহ্বান করেছে।চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেটসহ ৩৬ জেলার নেতৃবৃন্দ দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বিভিন্ন দফায় সাক্ষাৎ করে তাঁদের হতাশা এবং দিক নির্দেশনাহীন নেতৃত্বের জন্য অসন্তোষ প্রকাশ করেছেন।
গত এপ্রিল মাস জুড়েই জেলা নেতৃবৃন্দ ঢাকায় এসে দলের মহাসচিবের কাছে তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন। দলের মহাসচিব অবশ্য তাঁদের আশ্বাস দিয়েছেন, খুব শিগগিরই এনিয়ে তিনি সবার সঙ্গে বসবেন। তৃণমূলের নেতৃবৃন্দ মূলত: পাঁচটি প্রধান প্রশ্ন তুলে ধরেছেন দলের মহাসচিবের কাছে। এগুলো হলো:
১. বেগম জিয়ার মুক্তির লক্ষ্যে কোনো সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের ধারাবাহিক কর্মসূচি নেই কেন? হঠাৎ হঠাৎ কর্মসূচির কারণে নেতা কর্মীদের উপর আইনশৃঙ্খলা বাহিনী চড়াও হচ্ছে। গ্রেপ্তার ও হয়রানি বাড়ছে। অদৌ কি বেগম জিয়ার মুক্তি হবে? ২. নির্বাচনের ব্যাপারে দলের অবস্থান কি? জানতে চেয়েছে বিএনপির তৃণমূল। যদি বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে যায় তাহলে এখনই সিদ্ধান্ত জানাতে হবে। তা না হলে সংগঠিত প্রতিপক্ষের সঙ্গে লড়াই করতে পারবে না।
৩. ঢাকায় কেন আন্দোলন হচ্ছে না। ঢাকায় আন্দোলন না হলে, শেষ পর্যন্ত কি আদৌ সরকার বিরোধী আন্দোলন সম্ভব? ৪. তৃণমূলের কাছে প্রায়ই তথ্য আসছে যে, কেন্দ্রীয় নেতারা সরকারের সঙ্গে আঁতাত করছে। এই সব আঁতাতের গুঞ্জন কতটা সত্যি? ৫. বলা হচ্ছে তারেক জিয়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তাই যদি হয় তাহলে সিদ্ধান্ত গ্রহণে তাঁর ভূমিকা স্পষ্ট নয় কেন? তৃণমূলের প্রশ্ন, তারেক জিয়া কীভাবে দলের নেতৃত্ব দিচ্ছেন?
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, দলের মহাসচিব ৫ প্রশ্নেরই তাঁর মতো করে উত্তর দিয়েছেন। বেগম জিয়ার মুক্তির প্রসঙ্গে বিএনপি মহাসচিব স্বীকার করেছেন যে, যেভাবে আন্দোলন গড়ে তোলা দরকার সেভাবে আন্দোলন হচ্ছে না। নির্বাচনের ব্যাপারে খুব শিগগিরই দলের সুস্পষ্ট অবস্থান জানাবেন বলে বিএনপি মহাসচিব তৃণমূল নেতাদের আশ্বস্ত করেছেন। ঢাকার আন্দোলনের ব্যর্থতার কথাও স্বীকার করেছেন মির্জা ফখরুল।
বলেছেন ঈদের পর চেষ্টা করা হবে ঢাকায় কিছু করার। সরকারের সঙ্গে গোপন আঁতাতের বিষয়টি নাকচ করে দিয়েছেন দলের মহাসচিব। তারেক জিয়ার নেতৃত্ব প্রসঙ্গে মির্জা ফখরুল হতাশা প্রকাশ করেছেন বলে জানা গেছে। বিএনপি মহাসচিব বলেছেন, ‘তারেক জিয়াকে যেভাবে পাওয়া উচিত ছিল সেভাবে দল পাচ্ছে না।’
কিন্তু বিএনপি মহাসচিবের ব্যাখ্যায় সন্তুষ্ট হতে পারেনি তৃণমূলের নেতারা। রোজার আগেই সামগ্রিক পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনার জন্য জাতীয় নির্বাহী কমিটির সভা আহ্বান করতে বলেছেন তৃণমূলের নেতারা। source: radioghumti.com