দলমত নির্বিশেষে একটা সুষ্ঠু নির্বাচনের পক্ষে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন। তিনি বলেন, যখন একটি দেশে গণতন্ত্র ও জবাবদিহিতা থাকে না তখন আইনের শাসনও থাকবে না।
জবাদিহিতা যদি না থাকে, পাইকারিভাবে চুরিচামারি হয়, তাহলে জনগণের পক্ষে আমাদের প্রহরির ভূমিকা পালন করতে হবে। শুক্রবার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন আয়োজিত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন।সভায় ড. কামাল হোসেন বলেন, আসুন আমরা এটা নিশ্চিত করি যে দলমত নির্বশেষে একটি সুষ্ঠু নির্বাচনের পক্ষে ঐক্যবদ্ধ হতে হবে। নির্বাচন ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো হলে হবে না। বাইরের দেশ থেকে চোখে আঙুল দিয়ে বলে দিচ্ছে সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য।
এখন আমাদেরই এই দায়িত্ব পালন করতে হবে। জনগণের পক্ষে প্রহরীর ভূমিকা সারা জীবন রেখে এসেছি। এবারও প্রহরীর ভূমিকা রাখার জন্য আপনারা এগিয়ে এসেছেন। জেলায় জেলায় ও সুপ্রিম কোর্ট বারের সবাইকে সম্পৃক্ত করেন।ড. কামাল হোসেন আরও বলেন, যে বাংলাদেশ আমরা একাত্তরে পেয়েছিলাম সেই বাংলাদেশকে নিয়ে আমরা আগামীতে এগিয়ে যাবো। জনগণ ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবে, সুশাসন, আইনের শাসন প্রতিষ্ঠা করবে, সংবিধানকে রক্ষা করবে।
সভায় কোটা আন্দোলনকারী ছাত্রদের অভিনন্দন জানিয়ে ড. কামাল হোসেন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় জাগ্রত হয়েছে। ছাত্রদের সঙ্গে আমাদের যোগাযোগ নেই। তবে তাদের অভিনন্দন জানাই। সরকার জেনে নিক,এই দেশে গণতন্ত্রের পরিবর্তে স্বৈরতন্ত্র কেউ প্রতিষ্ঠা করতে পারবে না। এটা আমার বিশ্বাস। দুঃখ লাগে, আজকে ৪৬ বছর পরে আবার আমাদের সেই ঐক্যবদ্ধ আন্দোলনের কথাও বলতে হচ্ছে, প্রস্তুতিও নিতে হচ্ছে। গুলি ছাড়লে ছাড়বে।
কিন্তু স্বৈরাচার এখানে কখনও চিরস্থায়ী হতে পারবে না। নির্বাচন সুষ্ঠ হতে হবে। এই সংবিধান বহু মূল্য দিয়ে আমরা পেয়েছি। আপস করার কোনও অবকাশ নেই।সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন ড. শাহদীন মালিক,গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণতান্ত্রিক আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, অধ্যাপক ড. আসিফ নজরুল, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন,
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহ-সভাপতি ড. মো. গোলাম রহমান ভূঁইয়া, সম্পাদক ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রেজ্জাক খান, ঢাকা বারের সভাপতি গোলাম মোস্তফা খান, আব্দুল মতিন, সানাউল্লাহ মিয়া প্রমুখ।
প্রতি মুহুর্তের খবর পেতে onebd.news er ফেসবুক পেজে লাইক দিন