পুলিশের চাকরিতে নিয়োগের সময় প্রার্থীর মেডিকেল টেস্টের প্রচলন পৃথিবীর প্রায় সব দেশেই আছে। তবে এই মেডিকেল টেস্ট নিতে গিয়ে বিতর্কের মুখে পড়তে হলো ভারতের মধ্যপ্রদেশ পুলিশকে। আসলে মেডিকেল টেস্ট নিয়ে কোন সমস্যা না, মূলত নারী এবং পুরুষদের একই সঙ্গে, একই কক্ষে টেস্ট নেয়া নিয়ে যতো সমালোচনা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার একটি ভিডিও প্রকাশ হলে বিষয়টি সামনে আসে।ভারতীয় সংবাদমাধ্যম দ্যা নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, বুধবার রাজ্যের ভিন্ড জেলা হসপিটালের একটি কক্ষে পুলিশের কনস্টাবল পদে চাকরি প্রত্যাশী নারী-পুরুষদের একসঙ্গে অর্ধনগ্ন করে ডাক্তারি পরীক্ষা করা হয়।এসময় নারীদের জন্য কোন নারী চিকিৎসক ছিলো না তাই পুরুষ চিকিৎসক দিয়েই পরীক্ষা করা হয়।
এসময় নারীদের সমনেই পুরুষ প্রার্থীদের নগ্ন হতে বলা হয় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।এঘটনার পর চাপে পড়ে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে ভিন্দ জেলা হাসপাতাল প্রশাসন।
হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, ভিন্দ জেলা হাসপাতালে চারজন নারী চিকিৎসক আছেন। তাদের মধ্যে তিনজনই ছুটিতে রয়েছেন। অন্য নারী চিকিৎসককে এই মেডিকেল টেস্ট নেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।
dainiksomoy
প্রতি মুহুর্তের খবর পেতে onebd.news er ফেসবুক পেজে লাইক দিন