জঙ্গি-সন্ত্রাসীদের কোনো ধর্ম ও দেশ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জঙ্গিবাদীর কোনো ধর্ম, জাতি ও দেশ নেই। তারা জাতির শত্রু, দেশের শত্রু। জঙ্গি কর্মকাণ্ডে জড়িত কাউকে ছাড় দেয়া হবেনা।বৃহস্পতিবার সকালে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)-এর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর কুর্মিটোলায় র‌্যাব সদর দফতরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

এ সময় প্রধানমন্ত্রী জঙ্গি দমনে র‌্যাবের প্রশংসা করে বলেন বলেন, জঙ্গিবাদ প্রতিরোধে র‌্যাবের বিশিষ্ট ভূমিকা ছিল। দেশজুড়ে একসময় জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করেছিল, অনেকে স্বার্থসিদ্ধির জন্য ধর্মীয় উন্মাদনা সৃষ্টির চেষ্টাও করেছিল। এসবের বিরুদ্ধে সমগ্র জাতিকে আরো সচেতন হওয়ার আহবান জানান সরকারপ্রধান।

কোমলমতি শিক্ষার্থীরা যেন জঙ্গিবাদে জড়িয়ে না পড়ে সেজন্য অভিভাবক ও তাদের শিক্ষা প্রতিষ্ঠানকেও নজর রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এটা তো ভুল পথ। এ ভুল পথে যেন ছেলে-মেয়েরা না যায়,

সেজন্য সমগ্র জাতিকে সচেতন করতে হবে। জঙ্গিবাদবিরোধী প্রচারণা চালাতে হবে। এরইমধ্যে সরকার নানা পদক্ষেপ নিয়েছে। সেজন্য সারাবিশ্বে বাংলাদেশ প্রশংসিতও। অনেকে মনে করে, কিভাবে আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে সফল কার্যক্রম পরিচালনা করছি। আমাদের বাহিনীগুলোর পাশাপাশি জনগণও সচেতন ভূমিকা রেখেছে।

তিনি বলেন, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতির ওপর খেয়াল রাখতে হবে। যথাযথ মনিটরিংয়ের মাধ্যমে কোনো শিক্ষার্থী যেনো জঙ্গিবাদে জড়িয়ে না পড়ে সেদিকে নজরদারী বাড়াতে হবে।

মাদকের বিরুদ্ধেও সবাইকে সচেতন হওয়ার তাগিদ দিয়ে শেখ হাসিনা বলেন, মাদক নিয়ন্ত্রণে এরইমধ্যে যথেষ্ট পদক্ষেপ নেয়া হয়েছে। কেউ যদি মাদকে জড়িয়ে পড়ে, তবে সেটা যে তার পরিবারের জন্য কতোটা কষ্টের,

তা ওই পরিবারই বোঝে। আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে যেমন সফলতা অর্জন করেছি, মাদকের বিরুদ্ধেও র‌্যাবকে অভিযান অব্যাহত রাখতে হবে। এরইমধ্যে তারা অনেক সফল অভিযান চালিয়েছে। যারা উৎপাদন করে, পরিবহন করে,

বিক্রি করে এবং সেবন করে সবাই সমান অপরাধী। এ বিষয়েও র‌্যাবকে বিশিষ্ট ভূমিকা রাখতে হবে।র‌্যাব জলদস্যু নির্মূলে ব্যপক ভূমিকা রাখছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জলদস্যুরা আত্মসমর্পণ করলে পুনর্বাসনের ব্যবস্থা করবে সরকার।

২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে দেখার আশাবাদ ব্যক্ত করে শেখ হাসিনা বলেন, নির্বাচনী ইশতেহারের চেয়ে অনেক বেশি বাস্তবায়ন করেছে আওয়ামী লীগ সরকার।

প্রতি মুহুর্তের খবর পেতে onebd.news er ফেসবুক পেজে লাইক দিন