বিশ্ববরেণ্য আলেমে দ্বীন, প্রখ্যাত মুফাসসিরে কুরআন ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী সাহেব কে আজ বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর হাঁটু ও কোমড়ের চিকিৎসার জন্য আনা হয়েছিলো। ফেসবুকের কল্যানে আজ পুরনো এক বাস্তবতা নতুন করে ফের সামনে এলো।
আজ সকালে কারাবন্দী আল্লামা দেলাওয়ার হোসেইন সাঈদীকে তার স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে অল্প কিছু সময়ের জন্য ঢাকার শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো। তার ছেলে জনাব মাসুদ সাঈদী এই খবরটি ফেসবুকে শেয়ার করলেন, ছবিও দিলেন।
জেলে যারা থাকেন, তাদের অনেককেই এভাবে চিকিৎসার জন্য হাসপাতালে আনা হয়। বাংলাদেশের সকল জেলায় সকল জেল থেকেই প্রতিদিনই এরকম অনেক মানুষকে হাসপাতলে চিকিৎসা বা স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে আসা হয়। এটা কোন অস্বাভাবিক ঘটনা নয়।
কিন্তু অস্বাভাবিক হয়ে গেল আজকের এই ঘটনাটিই। আল্লামা সাঈদীর ছবিসহ এই খবরটি তার ছেলে পোস্ট করার পর মাত্র দুই ঘন্টায় এই পোস্টটি রীতিমতো ভাইরাল। ১০ হাজারেরও বেশী লাইক মাত্র দুই ঘন্টায়। সহস্রবারের বেশী শেয়ার। লাখ খানেকের বেশী মানুষ এত কম সময়ে পোস্টটি দেখেছে। আর নিজেদের টাইম লাইনে কপি করে, যে যার মত ছবি দিয়ে ঘটনার বিবরন দিয়ে স্ট্যাটাস দিচ্ছেন সেই সংখ্যাও কয়েক হাজার হয়ে যাবে। তাদের স্ট্যাটাসগুলোতে আবার হাজার খানেক লাইক।
অবস্থা এমন হয়ে গেছে, আমি যতবারই ফেসবুকে আসছি, সাঈদী সাহেবের খবর ছাড়া নিউজফিডে আর কোন খবরই নাই। মনে হয় দেশে বিদেশে আর কিছুই আজ ঘটেনি। আলহামদুলিল্লাহ জনপ্রিয়তা কাকে বলে। এত বছরের এত অপমান, অপপ্রচারের পরও আল্লামা সাঈদীকে নিয়ে মানুষের এই আবেগ বিস্ময়কর।
ফেসবুক গোটা সমাজের প্রতিচ্ছবি নয়, তবে সমাজের চিত্র আংশিকভাবে হলেও এখানে ফুটে উঠে। আজকের ঘটনা আবারও সেই পুরনো বাস্তবতাকেই সামনে নিয়ে এলো আর তা হলো আল্লামা সাঈদী: জনপ্রিয়তাই যার অপরাধ।
আল্লাহ কুরআনের এই খাদেমকে হেফাজতে রাখুন। তাকে পুর্ন সুস্থতা দান করুন। তার শারীরিক ও জ্বালা যন্ত্রনার অবসান ঘটিয়ে তাকে মুক্ত করে আবারও কুরআনের ময়দানে ফিরিয়ে নিয়ে আসুন। আমিন।
আবার পরবর্তীতে তাকে হাসপাতালে আনতে হবে বলে চিকিৎসকরা জানালেন। হে আরশের মালিক ! আপনি আমাদের এই প্রিয় কুরআনের দা’য়ীকে আবার বাংলার এই জমিনে ফিরিয়ে দিন, উনাকে সুস্থ করে দিন, উনাকে আপনার রহমতের চাদর দিয়ে ডেকে দিন। আমীন।
মুহুর্তের মধ্যে হাজারো লোকের সমাগম প্রমাণ করে তার আকাশ্চুম্বী জনপ্রিয়তা বাংলাদেশের মানুষের মাঝে
প্রায় অর্ধশতাব্দী কুরআনের তাফসীর করে তিনি কোটি মানুষের হৃদয় জয় করেছেন। তাই আজকে বাংলাদেশসহ বিশ্বের দিকে দিকে আওয়াজ উঠেছে অতি সত্ত্বর আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে নিঃশর্ত মুক্তি দেওয়া হোক
নিম্নে তার সম্পর্কে কিছু কমেন্টস পাঠকদের সামনে তুলে ধরা হলো
Md Masum Billa আল্লাহ পাঁক তোমার কাছে কোন কিছুর কমতি নেই,মাওলা তুমি এই মানুষটাকে সুস্হকরে দাও,আবার যেন আমাদের মাঝে আসতে পারে সেই ব্যবস্তা ও করে দাও আমীন ,আমিন, আমিন, আমিন ।
Jahangir Alam হে আল্লাহ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী খেললাম মুক্ত করে সুস্থ করে আল্লাহ আমাদের মাঝে ফিরিয়ে দাও এটাই তোমার কাছে চাওয়া
আমির হোছাইন আল্লাহ তাকে সুস্হতা দান করুক
Kobir Mukul দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা। আর আসল ঠিকানা হচ্ছে মুমিনদের জান্নাত।
মোঃ ইউনুস আলী পরিদর্শক আমিন, আমিন, আমিন ।
Kahar Rasel হে আল্লাহ্ আমাদের আল্লামা কে সুস্ততা দান করুন
Ashak Khan allah ssusto kora dawo
Manage
Mushfiqur Rahman Asif আমিন।
শিহাব উদ্দিন আমিন সুম্মা আমিন ৷
Spike Sanjidul আমিন💜
Rimon Sayem আল্লাহ যেন ওনাকে সুস্হ করে দেয়।
Md Faruk Mollik দোয়া করি
MD Eman Hossain আল্লাহ্ এই মিথ্যা চারের বিচার করবেন একদিন, ইনশাহ আল্লাহ
Bodrul Azad আমিন।
Mohi Uddin Ahmed আল্লাহ্ সুস্ততা দান করুন
Rayhan Manik আল্লাহ তুমি রহমত করো আমিন
Md Yea Amin Ali আমিন
Md Sharif Hossain আমিন…
মো মাহবুবুর রহমান আলহামদুলিল্লাহ
Hasan Ctg আমিন।
Muhammad Ali আল্লাহ তাকে পূর্ন সুস্থতা দান করুন। কতদিন পর তিনি মুক্ত আকাশ দেখলেন। আর আমরা দেখতে পেলাম তাকে।
Manage
Msi Shoriful Islam আল্লাহ যেন ওনাকে সুস্হ করে দেয়।
F M Siraz Babu আল্লাহ কবুল করুক .
Md Jakir Hossin আল্লাহ সাইদী সাহেবকে জেল থেকে মুক্তি করে দাও ”
Ibrahim Kholil আল্লাহ তুমি তাকে কুরআনের ময়দানে ফিড়িয়ে দাও
Akram Hossain সুস্থতা কামনা করি।
Rakibul Islam আল্লাহ তাকে সুস্থদান করুন
Shohidul Kabir ফিয়ামানিল্লাহ
Milon Sycelstore আল্লাহ তাকে সুস্থ করে দিন
মোঃ মনজুর আলম Nice Pic
Maksud Ur Rahaman আমিন
Md Shumon আল্লাহর কাছে প্রাণ খোলে দোয়া উনাকে যেন সুস্হ করে দেন! আমিন!!
Rezaul Reza মাবুদ তুমি মজলুমের দোয়া কবুল কর সুস্ত করে দাও
Tanvir Hossain আল্লাহ তুমি রহম কর ..আমিন
Abdul Kadir আললাহ তুমি নেক হায়াত দাও। আমিন।
Sirajam Munira ameen
Md Safikul Islam আললাহ্ কবুল করুন আমিন
Khalil Shikder আমিন আল্লাহ তাকে হেফাজাত করুক
প্রতি মুহুর্তের খবর পেতে onebd.news er ফেসবুক পেজে লাইক দিন