চেন্নাইয়ের বিপক্ষে কলকাতা একাদশে ২ পরিবর্তন

আইপিএলের একাদশ মৌসুমের ৩৩তম ম্যাচে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স। ঘরের মাঠে আজ চেন্নাইকে বধ করতে বদ্ধপরিকর কলকাতা।টুর্নামেন্টে টিকে থাকতে কলকাতর জন্য ম্যাচটি খুবই গুরুরত্বপূর্ণ। আসরের প্রায় অর্ধেকের বেশি ম্যাচ শেষ হয়ে যাওয়ায় প্রত্যেকটা দলের জন্যই এখনকার ম্যাচ গুলো খুবই গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ সময় রাত ৮.৩০ মিনিটে কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্সে আতিথীয়েতা নিবে ধোনির চেন্নাই। মাঠে নামার আগে দেখে নেওয়া যাক কার্তিকের রণ পরিকল্পনা।পরিবর্তনইনজুরির কারনে এই ম্যাচে অনিশ্চিত কলকাতার সবচেয়ে বড় আবিষ্কার অলরাউন্ডার নিতেশ রানা। রানার পরিবর্তে নাইট একাদশে প্রথম বারের মতো দেখা যেতে পারে ইশঙ্ক জগ্গী অথবা রিঙ্কু সিংকে।

তবে নাইট সুত্রে জানা যায় রানার অবস্থা উন্নতির দিকে শেষ দিকে এই তারকাকে একাদশে দেখা যেতে পারে। অজি পেসার মিচেল জনসনের পরিবর্তে একাদশে জায়গা পেতে পারে টম ক্ররানকে।পজিশনবরাবরের মতোই ক্রিস লিনের সাথে ওপেনিংয়ে থাকবে সুনিল নারিন। তিন নাম্বারে থাকবেন অভিজ্ঞ রবিন উথাপ্পা। মিডল অর্ডারে কার্তিক নিয়মিত পারফরর্মার। সাথে নিতেশ রানা (যদি থাকে)। লোয়ার মিডল অর্ডারে আন্দ্রে রাসেল।

চনমনে অধিনায়ক কার্তিক

অধিনায়ক- দিনেশ কার্তিক।

হেড টু হেড

মোট ম্যাচ-১৭

চেন্নাই-১১

কেকেআর-৬

সম্ভাব্য সেরা পারফর্মার- আন্দ্রে রাসেল। চেন্নাইয়ের সেরা বোলার ডোয়াইন ব্রাভোর বিপক্ষে ১০২ বলে রাসেলের সংগ্রহ ২১৬। স্ট্রাইক রেট ২১১.৮।

মাইলফলক

রবিন উথপ্পাঃ কলকাতার ব্যাটিং স্তম্ব। রবিন উথাপ্পা আইপিএল ক্যারিয়ারে ৪০০০ রান থেকে মাত্র ২৩ রান দূরে আছে। এবং মাত্র ৯ রান করলে ইডেনে ১০০০ রানের মালিক হবেন তিনি।

পিযুশ চাওলাঃ কলকাতার জার্সিতে ৫০ উইকেট শিকার করতে পিযুশ চাওলার প্রয়োজন আর মাত্র ২টি উইকেট। কিংস ইলেভেন পাঞ্জাবের হিয়ে তিনি ৮৪ উইকেট শিকার করেন। আইপিএলের প্রথম ক্রিকেটার হিসেবে ৫০ উইকেট শিকার করার রেকর্ডটি চাওলার।

পয়েন্ট টেবিল

চেন্নাই সুপার কিংস-১

কলকাতা নাইট রাইডার্স-৪

যেসব টিভি চ্যালেন সরাসরি সম্প্রচার করবে: স্টার স্পোর্টস ওয়ান, স্টার স্পোর্টস হিন্দি, স্টার স্পোর্টস সিলেক্ট ওয়ান। অনলাইন-জিও টিভি, হটস্টার।

বিদেশি কোটায় চার: ক্রিস লিন, নারিন, রাসেল, টম ক্ররান ।

কলকাতার সম্ভাব্য একাদশ: ক্রিস লিন, সুনীল নারিন, রবিন উথাপ্পা, নীতিশ রানা/জগ্গী/রিঙ্কু সিংকে, দীনেশ কার্তিক, শুভমান গিল, আন্দ্রে রাসেল, পিযুশ চাওলা, মাভি, টম ক্ররান, কুলদীপ যাদব।

এবার শ্রীলঙ্কাকেও টপকে গেলো আফগানিস্তান

টি-২০ ক্রিকেটে আফগানিস্তানের রাজসিক উত্থান যেন থামছেই না। বাংলাদেশের পর এবার শ্রীলঙ্কাকেও টপকে গেছে যুদ্ধবিধ্বস্ত দেশের নব্য টেস্ট স্ট্যাটাস পাওয়া দলটি।

বুধবার (২ মে) আইসিসির হালনাগাদকৃত বাৎসরিক টি-২০ র‍্যাংকিং প্রকাশ করা হয়। এতে দেখা যায়, শ্রীলঙ্কাকে নবম স্থানে ঠেলে আফগানিস্তান দখল করেছে তালিকার অষ্টম স্থান।

র‍্যাংকিংয়ের শীর্ষ সাত দলের অবস্থানে আসেনি কোনো পরিবর্তন। ক্রিকেটের সংক্ষিপ্ততম এই ফরম্যাটের র‍্যাংকিংয়ে শীর্ষে অবস্থান করছে যথারীতি পাকিস্তান। দলটির রেটিং পয়েন্ট ১৩০। ১২৬ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া।

পাকিস্তান এবং অস্ট্রেলিয়া কারোরই পরিবর্তন হয়নি রেটিং পয়েন্ট। তবে ২ পয়েন্ট বেড়ে ১২৩ রেটিং পয়েন্ট নিয়ে ভারত অবস্থান করছে তালিকার তিনে। অপরিবর্তিত রয়েছে নিউজিল্যান্ডের পয়েন্টও। ১১৬ রেটিং পয়েন্ট নিয়ে তাদের অবস্থান চতুর্থ।পঞ্চম স্থানে থাকা ইংল্যান্ডের ১ পয়েন্ট বেড়ে রেটিং হয়েছে ১১৫। ৩ পয়েন্ট করে বৃদ্ধি পেয়ে দক্ষিণ আফ্রিকা (ষষ্ঠ) ও ওয়েস্ট ইন্ডিজ (সপ্তম) উভয়েই আছে গা ঘেঁষে, যেখানে উভয় দলের রেটিং পয়েন্টই ১১৪।

১ পয়েন্ট কমলেও ৮৭ রেটিং পয়েন্ট নিয়ে আফগানিস্তান উত্থিত হয়েছে অষ্টম অবস্থানে। ৪ পয়েন্ট হ্রাসে ৮৫ পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কার অবস্থান নবম। শ্রীলঙ্কার চেয়ে ১০ পয়েন্ট ব্যবধানে পিছিয়ে ৭৫ রেটিং নিয়ে বাংলাদেশের অবস্থান দশম, কমেছে ২ পয়েন্ট।

তালিকার এগারতম স্থানে রয়েছে সহযোগী দেশ স্কটল্যান্ড, ১ পয়েন্ট কমে যাদের রেটিং ৬৬। এছাড়াও তালিকার বারোতম স্থানে রয়েছে জিম্বাবুয়ে, ৫৮ রেটিং পয়েন্ট নিয়ে। দলটির রেটিং কমেছে ৩ পয়েন্ট।

একনজরে আইসিসির

হালনাগাদকৃত বাৎসরিক টি-২০ র‍্যাংকিংয়ের শীর্ষ দশ-

ক্রমিক – দল – রেটিং

১. পাকিস্তান – ১৩০
২. অস্ট্রেলিয়া – ১২৬
৩. ভারত – ১২৩
৪. নিউজিল্যান্ড – ১১৬
৫. ইংল্যান্ড – ১১৫
৬. দক্ষিণ আফ্রিকা – ১১৪
৭. ওয়েস্ট ইন্ডিজ – ১১৪
৮. আফগানিস্তান – ৮৭
৯. শ্রীলঙ্কা – ৮৫
১০. বাংলাদেশ – ৭৫