মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে টানা ৬ ম্যাচ মাঠে নামলেও শেষ দুই ম্যাচে একাদশে জায়গা হারিয়েছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। এই কাটার স্পেশালিস্টকে না খেলানোর জন্য মুম্বাই ইন্ডিয়ান্সের দিকে সমালোচনা তির চলছিলো বেশ জোরেশোরেই।মঙ্গলবার ব্যাঙ্গালুরুর সাথে হারের পর সেই মাত্রা আরও বেড়ে যায়। তবে এইসব সমালোচনাকে পাত্তা দিচ্ছেন না দলটির বোলিং কোচ শেন বন্ড।
আইপিএলের চলতি মৌসুমে নিজেদের খেলা ৮ ম্যাচের মধ্যে ২ জয় ও ৬ হারে পয়েন্ট টেবিলের তলানির দিকে অবস্থান করছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। এইটা মুম্বাই সমর্থকদের মত বাংলাদেশের সমর্থকদের জন্যও মাথা ব্যাথার কারণ বটে। কেননা এই মৌসুমেই যে হায়দ্রাবাদ ছেড়ে মুম্বাই ইন্ডিয়ান্সে পাড়িয়ে জমিয়েছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান।
মুম্বাই খেলা মানেই যেনো আইপিএলকে ঘিরে বাংলাদেশের সমর্থকদের বাড়তি উত্তেজনা। তবে সে উত্তেজনায়ে ভাটা পড়েছে শেষ দুই ম্যাচে মুম্বাই একাদশে মুস্তাফিজের অনুপস্থিতি। এনিয়ে সমালোচনাও হচ্ছে বেশ। গাতকাল মুস্তাফিজ বিহীন মুম্বাই ব্যাঙ্গালুরুর বিপক্ষে ১৪ রানে যাওয়াতে সেই সমালোচনার মাত্রাটা বেড়ে গেছে আরও।
তবে এই সমালোচনাকে পাত্তাই দিচ্ছেন না দলটির বোলিং কোচ শেন বন্ড। ম্যাচ শেষে বন্ড বলেন, ‘মুস্তাফিজকে না রাখাটা আমাদের জন্য ভুল ছিল না। আমি বলতে চাচ্ছি যে শেষের দিকে বেন কাটিং যদি এসে তিন বলে তিনটি ছয় মারতো, তাহলে হয়তো আমাদের এইটা নিয়ে আলোচনা করতে হতো না। সুতরাং আমার দল নির্বাচন নিয়ে কোনো সমস্যা নেই একেবারেই।’
বন্ড আরো যোগ করে বলেন, ‘এই দল নিয়েই আমরা গত ম্যাচে (চেন্নাইয়ের সাথে) জয় পেয়েছিলাম। কন্ডিশনের সহায়তা থাকায় এই উইকেটে বোলিং সহজ ছিল। ১৭ ওভার পর্যন্ত আমরা দারুণ করেছি কিন্তু বাকি তিন ওভারে আমরা খারাপ করেছি। আর এটাই ছিল এই ম্যাচের পার্থক্য।’
তার ই জবাবে রোহিত বলেন, অবশ্যই আমাদের অনেক ভুল ত্রুটি আছে যা থেকে আমরা বের হতে পারছিনা,মুস্তফিজ বরাবর ই প্রতিটা খেলায় সে দুর্দান্ত বোলিং করেছেন।একা একজোণ কখনও ম্যাচ জয়ে এনে দিতে পারেনা।আমরা তাকে বসিয়ে রেখে অন্যজনকে সুযোগ দিতে গিয়ে বাট ফলাফল আসলো উলটো দেখা যাক আগামি ম্যাচে টিম ম্যানেজম্যান্ট কি সিদ্ধান্ত নেয় মুস্তাফিজকে নিয়ে,আমি আশা করি সে আগামি ম্যাচে আবারো আমাদের সাথে দলে থাকবে।