২২ মিনিট রেস্টুরেন্টে অবস্থানকালে তাদের মধ্যে কী ঘটেছিল?

মঙ্গলবার (০১ মে) সন্ধ্যা ৬টা ১৫ মিনিট। নগরের গোলপাহাড় মোড়ের চায়না গ্রিল রেস্টুরেন্টে তাসফিয়া ও আদনান ঢোকে। ৬টা ৩৭ মিনিটে দুইজন বের হয়। ২২ মিনিট অবস্থানকালে তাদের মধ্যে কী ঘটেছিল?

ওই রেস্টুরেন্টের কয়েকজন ওয়েটারের সঙ্গে কথা বলে জানা যায়, তাসফিয়া-আদনান রেস্টুরেন্টে অবস্থান করেছে ২২ মিনিট। ২ পিস কেক ও ২টি আইসক্রিম অর্ডার করে সামনে আনেন আদনান। এ সময় তাদের মধ্যে তেমন হাসি-খুশির ভাব ছিল না। আইসক্রিমগুলো খেলেও কেক না খেয়ে বের হয়ে যান তারা।

ওয়েটার উজ্জ্বল বাংলানিউজকে বলেন, ‘তাদের আইসক্রিমের দাম এসেছিল ৩০০ টাকা। খেয়ে তাড়াতাড়ি বের হয়ে যান।’

অন্য একজন রেস্টুরেন্ট ওয়েটার নাম প্রকাশ না করা শর্তে বাংলানিউজকে বলেন, ‘তারা যখন মূল রেস্টুরেন্ট থেকে বের হচ্ছিলেন তখন আদনান আগে বের হয়ে যান। এর কয়েক মিনিট পর বের হন তাসফিয়া।’

ভিডিও ফুটেজে দেখা যায়, ৬টা ২৯ মিনিটে ওই রেস্টুরেন্টের নিচে নামেন দুজন। এরপর আলাদা সিএনজি অটোরিকশা করে জিইসি মোড়ের দিকে রওনা হয়।

মেয়ে তাসফিয়ার মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েছেন বাবা।
রেস্টুরেন্টের ম্যানেজার রাজিব দে বাংলানিউজকে বলেন, ‘আমাদের কাছে দুইটি ফুটেজ আছে। একটা রেস্টুরেন্টের ভেতর ও অন্যটি নিচের। নিচের ফুটেজে দুজনকে আলাদা সিএনজি অটোরিকশা করে যেতে দেখি। তবে ‍অন্ধকার হওয়ায় ওই দুটির অটোরিকশার নাম্বার বোঝা যাচ্ছে না।’
বাংলানিউজ