টাঙ্গাইলের গোপালপুরের উপজেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক আবুল হোসেনের গোডাউন থেকে ৯০ বস্তা সরকারি চাল জব্দ করেছে পুলিশ। সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নগদা শিমলা এলাকা থেকে ওই চাল জব্দ করে পুলিশ।উপজেলা খাদ্য কর্মকর্তা মনজুরুল ইসলাম বলেন, জব্দ চাল সরকার নির্ধারিত কার্ডধারীদের মাঝে ১০ টাকা কেজি দরে বিক্রি করার জন্য খাদ্য গুদাম থেকে উত্তোলন করা হয়। পরে অসৎ উদ্দেশ্যে সেগুলো মজুদ করা হয়েছিল।
গোপালপুর থানার অফিসার ইনচার্জ হাসান আল মামুন বলেন, উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আবুল হোসেন ওই ইউনিয়নের ১০ টাকা কেজি দরে চাল বিক্রির সরকার নির্ধারিত ডিলার।‘সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে খাদ্য কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম পুলিশ সহকারে আবুল হোসেনের গোডাউন অভিযান চালায়। এসময় গোডাউন থেকে ৯০ বস্তা চাল উদ্ধার করা হয়। আইনগত প্রক্রিয়া চলমান আছে।’
রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের ভোট কমেছে ৬০ শতাংশ। আর বিএনপির ভোট বেড়েছে ৪০ শতাংশ। এই অনুপাত যদি সারাদেশে চিন্তা করেন তাহলে আগামী নির্বাচনে আওয়ামী লীগের একটি আসনেও বিজয়ী হওয়ার সম্ভাবনা আমি দেখছি না।শুক্রবার (২৯ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটি ভবনের তৃতীয় তলায় স্বাধীনতা হলে আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, দেশের জনগণের মধ্যে একটা পরিবর্তন এসেছে। সেই পরিবর্তনের প্রতিফল সারাদেশে ঘটছে। এর প্রতিফলন আগামী নির্বাচনেও ঘটবে। নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি শুধু জয়ীই হবে না, বিশাল ব্যবধানে জয়ী হবে।
এ সময় তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চলমান মামলা প্রসঙ্গে বলেন, জনগণকে বাইরে রেখে নির্বাচন করার জন্য আওয়ামী লীগের অনেকগুলো নির্বাচনি প্রকল্প করছে। খালেদার বিরুদ্ধে বিচারাধীন মামলা হচ্ছে আওয়ামী লীগের সেই নির্বাচনি প্রকল্পের অংশ। উদ্দেশ্য তাকে নির্বাচনের বাইরে রাখা। এ জন্যই তার বিরুদ্ধে মিথ্যা মামলা।
‘এই মামলা সম্পর্কে দেশের মানুষ অবগত। এই মামলার অভিযোগের সঙ্গে খালেদা জিয়ার কোনো সম্পর্ক নেই, এটা সবাই জানে। জেনে-শুনে এই পথে যাচ্ছে সরকার। তবে সরকার এ পথে না গেলেই ভালো হবে। সরকার যদি জনগণের বিরুদ্ধে যায় এর দায়-দায়িত্ব তাদের নিতে হবে।
দেশ বাঁচাও, মানুষ বাঁবাও আন্দোলনের আয়োজনে এ আলোচনাসভায় সভাপত্বি করেন সংগঠনের সভাপতি রকিবুল আলম রিপন। আলোচনাসভায় আরও বক্তব্য রাখেন আব্দুস সালাম, সাবেক কুটনীতিক সিরাজুল ইসলাম এবং বুদ্ধিজীবী দিলারা চৌধুরী।
যে কোন নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে বা নৌকা প্রতীকে ভোট চাইতে গেলে অবশ্যই তাকে জেলা, উপজেলা, ইউনিয়ন বা ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগের সদস্য হতে হবে- এ ধরনের নির্দেশনা দিয়েছে উপজেলা আওয়ামী লীগ বকশীগঞ্জ শাখা।
সম্প্রতি এক রুদ্ধদ্বার আলোচনা সভা শেষে এ নির্দেশনা দেয়া হয়।
উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম বিজয় সাংবাদিকদের জানান, বেশ কিছু দিন যাবৎ লক্ষ্য করা যাচ্ছে, আওয়ামী লীগ বা অংগ সংগঠনের কোন প্রকার সদস্য না হয়েই একটি চক্র আওয়ামী লীগের পক্ষ নিয়ে বিতর্কিত প্রচারণা চালিয়ে যাচ্ছে। যাতে আওয়ামী লীগের ভাবমুর্তি ক্ষুণ্নসহ জনমনে নানা ধরনের প্রশ্ন তৈুর হচ্ছে। বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও বিব্রতকর অবস্থায় পড়ছে।
এসব বিতর্কিত সংবাদ পরিবশন থেকে বিরত থাকতে সাংবাদিকদের অনুরোধ জানান উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম বিজয়।
দলীয় শৃঙ্খলা বজায় রাখতেই এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে উপজেলা আওয়ামী লীগ।
এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুর মোহাম্মদ, সহ সভাপতি ইসমাইল হোসেন বাবুল তালুকদার, জয়নাল আবেদীন, যুগ্ম সাধারন সম্পাদক জালাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এএইচ আল আমীন, লিয়াকত হোসেন লাজুসহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদকরা উপস্থিত ছিলেন।
এদিকে উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকেও এ ধরনের দলীয় শৃঙ্খলা বিরোধী কার্যক্রমকে প্রতিহত করার ঘোষণা দেওয়া হয়েছে।
ছাত্রলীগের সভাপতি জুমান তালুকদার জানান, আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে একটি চক্র তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে এবংদলের মধ্যে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার জন্য জননেত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ ও নৌকা প্রতীকের বিতর্কিত প্রচারণা চালিয়ে যাচ্ছে। উপজেলা আওয়ামী লীগের নির্দেশনানুযায়ী এসব কাজের সাথে যারা জড়িত তাদের প্রতিহত করবে ছাত্রলীগ
http://desh24.xyz