বর্তমান সরকার বহু বছর ধরে তারেক ফোবিয়াতে (ভীতি) ভুগছে। বিশেষ করে ২০১৪ সালে যখন ম্যান্ডেট বিহীনভাবে ক্ষমতায় চেপে বসল ঠিক তখন থেকেই সরকারের মধ্যে তারেক ভীতি বেড়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।
গত বুধবার (২৫ এপ্রিল) রাতে বেসকোরি টেলিভিশন চ্যানেল আইয়ের জনপ্রিয় টক-শো ‘তৃতীয় মাত্রা’র ৫৩৭৭ নম্বর পর্বে তিনি এসব কথা বলেন।বেসকোরি টেলিভিশন চ্যানেল আইয়ের জনপ্রিয় টক-শো ‘তৃতীয় মাত্রা’র অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শের-ই-বাংলা জাতীয় ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা এ কে ফাইয়াজুল হক রাজু, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। টক-শোটি উপস্থাপনা করেন জিল্লুর রহমান।
ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, মানুষের অনেক ফোবিয়া (ভীতি) থাকে। যেমন- উচ্চতার ভয় থাকে, কেউ পানি দেখলে ভয় পায় এছাড়া নানানরকম ভয় থাকে। বর্তমান সরকার বহু বছর ধরে তারেক ফোবিয়া ভুগছেন। বিশেষ করে ২০১৪ সালে যখন ম্যান্ডেট বিহীনভাবে সরকার ক্ষমতায় চেপে বসে। তখন থেকে তাদের মধ্যে তারেক ভীতি বেড়ে গেছে। বর্তমান সরকার তারেক রহমানের কোন অডিও-ভিডিও প্রচার করার ক্ষেত্রে আইনি প্রজ্ঞা জারি করেছেন। ভয় কিংবা ভীতি কতটুকু পেলে একজনের বক্তব্য প্রচার বন্ধ করতে হয়।
তিনি আরো বলেন, তারেক রহমান তৃণমূলের প্রাণ এবং তৃণমূলে ব্যাপক কাজ করেছেন। তার জনপ্রিয়তা তৃণমূলে ব্যাপক। এই ব্যাপারে বিএনপি যত না অবহিত, আমার ধারণা আওয়ামী লীগ তার চেয়েও বেশি অবহিত। যে কারণে তারেক রহমানের ব্যাপারে নানানরকম প্রপাগান্ডা তারা ছড়িয়েছেন। এমন কোনো বিষয় নেই আওয়ামী লীগ তারেক রহমানের ব্যাপারে অ্যাটাক করেনি। তারপরেও সাধারণ মানুষের মন থেকে তারেক রহমানকে মুছে ফেলতে পারিনি।
অতি সম্প্রতি যে বিষয় নিয়ে আলোচনা করছি। পাসপোর্ট, হোয়াট ইজ পাসপোর্ট? বাংলাদেশের ১৬ কোটি মানুষের মধ্যে খোঁজ নিয়ে দেখেন কতজনের পাসপোর্ট আছে। যাদের পাসপোর্ট নেই তারা কী বাংলাদেশের জনগণ নয়? তারা কী বাংলাদেশের সিটিজেন নয়? তারা নিশ্চয় বাংলাদেশের সিটিজেন। পাসপোর্ট একটা ট্রাভেল ডকুমেন্ট। যারা বিদেশে যায় না তারা হয়তো পাসপোর্ট করে না। তাহলে তাদের কী নাগরিকত্ব চলে যায়?
সূত্র : সম্পাদক