চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আজ মঙ্গলবার (১ মে) মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের নিচের দিকের দুই দল মুম্বাই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত সাড়ে আটটায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস ওয়ান, স্টার স্পোর্টস হিন্দি, স্টার স্পোর্টস সিলেক্ট ওয়ান। অনলাইন-জিও টিভি, হটস্টার।
আজকের ম্যাচটি দুইদলের জন্যই খুব গুরুত্বপূর্ণ। কারণ আজকের ম্যাচটিতে যে জয় লাভ করবে তার জন্য কোয়ালিফায়ার রাউন্ডে টিকে থাকা তুলনামূলক সহজ হবে। আর তাই আজকের ম্যাচটি দুই দলের জন্যই মহাগুরুত্বপূর্ণ ম্যাচ।
টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন মুম্বাইয়ের অধিনায়ক রোহিত শর্মা।
টস জিতে রোহিত বলেন, দূভার্গ্যবশত এই ম্যাচে লিউসের ইনজুরির কারণে তার পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন পোলার্ড। আর কোনো পরিবর্তন? ডেনি মরিসনের এই প্রশ্নের জবাবে রোহিত বলেন, মুস্তাফিজ খানিকটা আনফিট তাই এই ম্যাচেও তাকে রেস্ট দেওয়া হয়েছে। তাই বাকী সব পরিবর্তন আগের ম্যাচ অনুযায়ীই রয়ে গেছে।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: কুইন্টন ডি কক, ব্রেন্ডন ম্যাককালাম, বিরাট কোহলি, মানন ভওরা, মানদীপ সিং, কলিন দ্য গ্র্যান্ডহোম, ওয়াশিংটন সুন্দর, টিম সাউদি, উমেশ যাদব, মোহাম্মদ সিরাজ, ইউজভেন্দ্র চাহাল।মুম্বাই ইন্ডিয়ান্স: সুর্য্যকুমার যাদব, রোহিত শর্মা, হার্ডিক পান্ডা, ইশান কিশান, জেপি ডুমিনি, ক্রুনাল পান্ডিয়া, কিয়েরন পোলার্ড, বেন কাটিং, মিচেল ম্যাকক্লানাঘান, মায়াঙ্ক মার্কণ্ড, জাসপ্রিত বুমরাহ।