জিম্বাবোয়ের বিরুদ্ধে ২২৬ রানের জয়
টাইগাররা প্রথমবারের মতো টেস্ট জয়ের স্বাদ পায় চট্টগ্রামে ২০০৫ সালে ৷ ২০০৫ সালের জানুয়ারিতে (জানুয়ারি ৬-১০) অনুষ্ঠিত সেই ম্যাচে প্রথম ইনিংসে ৪৮৮ রান তোলে স্বাগতিকরা৷ আর দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ৯ উইকেটে ২০৪ রান করে৷ প্রথম ইনিংসে জিম্বাবোয়ের স্কোর ছিল ৩১২ ও দ্বিতীয় ইনিংসে ১৫৪ রান৷
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৯৫ রানের জয়
দেশের বাইরে বাংলাদেশ প্রথম টেস্ট জয়ের দেখা পায় ২০০৯ সালের ১৩ জুলাই৷ কিংসটাউনে সেই টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ৯৫ রানে হারায় টাইগাররা৷
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চার উইকেটে জয়
২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফর ছিল সাফল্যে ঠাসা৷ জুলাইয়ে (১৭-২০)দ্বিতীয় টেস্টে সেন্ট জর্জেসে স্বাগতিকদের হারায় টাইগাররা। সেবার জিতেছিল চার উইকেটে৷
জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৪৩ রানের জয় ২০১৩ সালে এপ্রিলে (২৫-২৯) জিম্বাবোয়ের হারারেতে স্বাগতিকদের আবার ‘বধ’ করে টাইগাররা৷ প্রথম ইনিংসে ৩৯১ ও দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ২৯১ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ৷ জবাবে প্রথম ইনিংসে ২৮২ আর দ্বিতীয় ইনিংসে ২৫৭ রানেই গুটিয়ে যায় জিম্বাবোয়ে৷
জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন উইকেটে জয়
২০১৪ সালের অক্টোবরে (২৫-২৭) ঢাকায় বাংলাদেশের প্রথম টেস্ট জয়৷ তিন দিনে শেষ হওয়া সেই টেস্টে শুরুতে ব্যাট করতে গিয়ে প্রথম ইনিংসে ২৪০ রান করে জিম্বাবোয়ে৷ আর দ্বিতীয় ইনিংসে তাদের সংগ্রহ ছিল ১১৪৷ অন্যদিকে, প্রথম ইনিংসে ২৫৪ আর দ্বিতীয় ইনংসে ৭ উইকেটে ১০৭ রান তুলে জিতে যায় স্বাগতিকরা৷
জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৬২ রানের জয় ২০১৪ সালের নভেম্বরে (৩-৭) খুলনায় জিম্বাবোয়েকে হারায় বাংলাদেশ৷ সেই টেস্ট পাঁচ দিন পর্যন্ত গড়ালেও শেষমেশ তেমন একটা সুবিধা করতে পারেনি জিম্বাবোয়ে৷ ফলাফল স্বাগতিকদের ১৬২ রানের জয়৷জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৮৬ রানে জয় ২০১৪ সালের নভেম্বরে (১২-১৬) আবারো চট্টগ্রামে জিম্বাবোয়েকে হারায় টাইগাররা৷ সেবার ব্যবধান ছিল ১৮৬ রানের৷
ইংল্যান্ডের বিরুদ্ধে ১০৮ রানের জয় এখন পর্যন্ত বড় কোনো ক্রিকেট শক্তির বিরুদ্ধে বাংলাদেশের একমাত্র টেস্ট জয় এটি৷ ২০১৬ সালের অক্টোবরে (২৮-৩০) ঢাকায় ইংল্যান্ডকে নাস্তানাবুদ করে টাইগাররা৷
শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪ উইকেটের জয় একদিকে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের শততম ম্যাচে জয়, অন্যদিকে প্রথমবারের মত শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়-দুই দিক দিয়েই ঐতিহাসিক বাংলাদেশের এই টেস্ট ম্যাচটি৷ ২০১৭ সালের মার্চে (১৫-১৯) পঞ্চম দিনে ৪ উইকেটে জয় নিশ্চিত করে টাইগাররা৷ ম্যাচ সেরা হয়েছেন তামিম ইকবাল৷
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০ রানে জয়
২০১৭ সালের আগস্টে (২৭-৩০) প্রথমবারের মত অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশ ইতিহাস গড়ে৷ এটা ছিল সাকিব ও তামিমের ৫০তম টেস্ট। সাকিব মোট ১০ উইকেট নিয়ে এবং তামিম দুই ইনিংসেই অর্ধশত করে স্মরণীয় করে রাখলেন এই টেস্টকে৷ ম্যাচ সেরা সাকিব আল হাসান৷
সূত্র: ডিডব্লিইউ