মুস্তাফিজকে নিয়ে রহস্যময় পোস্ট, তবে কি আছে সৈ পোস্টে

পুরো ১৬ কোটি বাঙালির আগ্রহের কেন্দ্রবিন্দু বাঁচা মরার লড়াইয়ে আজকের ম্যাচের মুম্বাইয়ের একাদশ। একাদশে আজ থাকবেন তো মুস্তাফিজ? নয়তো আইপিএল দেখে আর লাভ কি?গত ম্যাচের মত এ ম্যাচেও একাদশের বাইরে থাকতে হতে পারে ফিজ কে। যদি আজও ফিজ বাদ পড়ে তবে তার স্থলাভিষিক্ত হওয়ার কথা বেন কাটিংয়ের।

এখন পর্যন্ত সম্ভবনা রয়েছ মাঠে নামবে মুস্তাফিজ। এমন আবাস ই দিচ্চে মুম্বাই ইন্ডিয়ান্স এর অফিসিয়াল ফেইসবুক পেইজ। বেঙ্গালুরুর ব্যাটিং লাইনআপ বেশ শক্তিশালী হওয়ায় আজকে ফিজের খেলার সম্ভাবনা বেশি।তবে যাই হোক ম্যাচ শুরুর আগে ফিজ কে নিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স এর অফিসিয়াল ফেইসবুক পোস্টে স্ট্যাটাস দিয়েছে তারা। আজ এক ভিডিও প্রকাশ করেছে। যাতে দেখা যাচ্ছে মুস্তাফিজ কঠোর অনুশীলন করছে দলের সঙ্গে।

এছাড়াও, মুস্তাফিজের বোলিং করা অবস্থায় একটি ছবিও পোস্ট করা হয়েছে ফেইসবুকে। সেখানে লেখা ছিল, ‘অন দ্যা টার্গেট’। তাই এসব কিছুকে আপনি চাইলে দুইয়ে-দুইয়ে চার করলেও করতে পারেন। তবে ফিজ খেলবেন কি খেলবেন না, তা আজ সময়ই বলে দেবে।

প্রীতি জিনতার অতৃপ্তি ঘোচাতে চান গেইল

 

২০০৮ সালে শুরু হয়েছে আইপিএল। দেখতে দেখতে ১০ বছর পেরিয়ে গেছে। নতুন অনেক দলের দেখা মিলেছে। অনেক দল বাদ পড়েছে। কেউ ম্যাচ পাতানোর অপরাধে নিষিদ্ধ হয়েছে, ফিরেও এসেছে আবার। কিন্তু একটি দল ছিল সব সময়—কিংস ইলেভেন পাঞ্জাব। আর পাঞ্জাবের ম্যাচ মানেই দেখা মিলত একটি পরিচিত মুখ, প্রীতি জিনতা।

প্রতি ম্যাচেই নেচে, পতাকা দুলিয়ে দলকে সমর্থন জানান দলটির মালিকদের একজন এই বলিউড তারকা। কিন্তু এই ১০ বছরে তাঁর এমন আবেগ, অনুপ্রেরণার প্রতিদান দিতে পারেনি পাঞ্জাব। এবার সেটা বদলাতে চান ক্রিস গেইল। প্রীতির জন্য হলেও পাঞ্জাবকে আইপিএল জেতাতে চান উইন্ডিজ ওপেনার।

এবারের আইপিএলে পাঞ্জাবের শুরুটা হয়েছে দুর্দান্ত। প্রথম ৭ ম্যাচের ৫টিই জিতেছে পাঞ্জাবের রাজারা। এর পেছনে দারুণ ভূমিকা গেইলের। টানা তিনটি পঞ্চাশোর্ধ্ব ইনিংসে ম্যাচ সেরা হয়েছেন। এমনটা পুরো টুর্নামেন্টই করে দেখাতে চান গেইল, ‘কিংস ইলেভেন পাঞ্জাব কখনো জেতেনি এটা। দলের মালিক প্রীতি জিনতা এত অসাধারণ, এত উৎসাহী! এভাবে খেলোয়াড়দের উৎসাহ দেন, সেটা দারুণ।

আমার মতে এ বছর আইপিএল জেতা উচিত তাঁর।’ এতে অবশ্য নিজেরও অপূর্ণ এক ইচ্ছা পূর্ণ হবে গেইলের। এখনো পর্যন্ত যে আইপিএল জেতা হয়নি তাঁরও।

টাইমস অব ইন্ডিয়াকে নিজের ইচ্ছের কথা জানাতে গিয়ে আরেকটি কথাও জানিয়েছেন, ‘দুটো জিনিস চাই। এবারের আইপিএল জিততে চাই এবং ওয়েস্ট ইন্ডিজের হয়ে আগামী বছর বিশ্বকাপ জিততে চাই। আমি মনে করি ২০১৯ বিশ্বকাপ জেতার ভালো সম্ভাবনা আছে ওয়েস্ট ইন্ডিজের।