চলমান আইপিএলের ৩১তম ম্যাচে আজ পয়েন্ট টেবিলের নিচের সারির দুই দল মুম্বাই ও বেঙ্গালুরু মাঠে নামবে । আসরে টিকে থাকতে দুটি দলের জচন্য ম্যাচটি মহাগুরুত্বপূর্ণ। আজ যারা জিতবে কোয়ালিফায়ার রাউন্ডে তাদের জায়গা করে নেওয় তুলনামূলক সহজ হবে। এমন হাইভোল্টেজ ম্যাচে ফের মুম্বাই একাদশে জায়গা পেতে যাচ্ছে দলের স্ট্রাইক বোলার মোস্তাফিজুর রহমান। সর্বশেষ ম্যাচে মোস্তাফিজকে ছাড়াই মাঠে নামে রোহিতরা।
বাংলাদেশ সময় রাত ৮.৩০ মিনিটে বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে মাঠে নামবে দু‘দল।মাঠে নামার আগে দেখে নেওয়া যাক মুম্বাই একাদশের খুঁটিনাটি।
পরিবর্তন
একাদশে একটি পরিবর্তন আসতে পারে। বেন কাটিংয়ের পরিবর্তে আবারো মাম্বাইয়ের জার্সিতে দেখা যেতে পারে বাংলাদেশি মোস্তাফিজকে। সর্বশেষ ম্যাচে ফর্মে থাকা সত্যেও এই পেসারকে ছাড়াই একাদশ গঠন করে মুম্বাই। কিন্তু মোস্তাফিজের পরিবর্তে খেলতে নামা অজি অলরাউন্ডার বেন কাটিং ছিলেন পুরোপুরি ব্যর্থ। তাই আবারো দলের সেরা বোলিং অস্ত্র মোস্তাফিজের কাছেই ফিরে যেতে হবে মুম্বাইকে। এছাড়া মোস্তাফিজের বিপক্ষে কোহলি, ডি ভিলিয়ার্সদের ট্রাক রেকর্ড খুব একটা ভালো নয়।
দলের সেরা দুই বোলার
পজিশন
ওপেনিংয়ে থাকবে ইভান লুইস ও সূর্যকুমার যাদব। চেন্নাইয়ের বিপক্সে জয়ের পর দলের অধিনায়ক রোহিতকে নিয়ে যাদব জানান,‘যে কোনও জায়গায় ব্যাট করার ক্ষমতা রয়েছে রোহিতের। কিন্তু টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তেই এত দিন চার নম্বরে ব্যাট করেছে অধিনায়ক। গত ম্যাচে তিন নম্বরে ব্যাট করে ম্যাচ জয়ী ৫৬ রানের ইনিংস খেলেন। তাই পরের ম্যাচগুলোতেও উপরের দিকেই ব্যাট করতে দেখা যাবে হিটম্যানকে।’ মিডল অর্ডারে ঈশান কিষাণ, জেপি ডুমেনি ও ক্রনাল পান্ডিয়া। শেষ দিকে ঝড় তোলার অপেক্ষায় থাকবেন পাওয়ার হিটার হার্দিক পান্ডিয়া।
অধিনায়ক
রোহিত শর্মা।
পয়েন্ট টেবিল
মুম্বাই ইন্ডিয়ান্স-৬
রয়্যাল চ্যালের্ঞ্জাস বেঙ্গালুরু-৭
হেড টু হেড
ম্যাচ-২২
রয়্যাল চ্যালের্ঞ্জাস বেঙ্গালুরু-৮
মুম্বাই ইন্ডিয়ান্স-১৪
জয়ের নায়ক
ট্রাম্প কার্ড
২০১৫ সালের পর থেকে বেঙ্গালুরুর বিপক্ষে ১৪২.৮ স্ট্রাইক রেটে রোহিতের গড় ৪৪.৯।তাই কোহলির পরিকল্পনার বড় অংশ জুড়ে থাকবে রোহিত।এছাড়া ইভান লুইস বেঙ্গালুরুর জন্য সবচেয়ে বড় চিন্তার কারণ হতে পারে।
সর্বশেষ সাক্ষাৎ
সর্বশেষ দেখায় বেঙ্গালুরুকে ৪৬ রানের বড় ব্যবধানে হারায় মুম্বাই। সেই ম্যাচে বেঙ্গালুরুর বিপক্ষে ৯৪ রান করেন মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা।যেসব টিভি চ্যালেন সরাসরি সম্প্রচার করবে: স্টার স্পোর্টস ওয়ান, স্টার স্পোর্টস হিন্দি, স্টার স্পোর্টস সিলেক্ট ওয়ান। অনলাইন-জিও টিভি, হটস্টার।বিদেশি কোটায় চার ক্রিকেটারঃ ইভান লুইস, মোস্তফিজুর রহমান, মিচেল ম্যাকক্লেঘান, জেপি ডুমেনিমুম্বাইয়ের সম্ভাব্য একাদশঃ ইভিন লুইস, সুরিয়া কুমার যাদব, রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিষাণ (উইকেটরক্ষক), জেপি ডুমেনি, ক্রুণাল পাণ্ডে, হার্দিক পাণ্ডিয়া, মিচেল ম্যাকক্লেঘান, মোস্তাফিজুর রহমান, জাস্প্রিত বুমরা, মায়াঙ্ক মার্কান্দে।