বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাটের বাসায় প্রায় আড়াই ঘণ্টাব্যাপী বৈঠক করেছে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। সোমবার (৩০ এপ্রিল) রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পদাক ওবায়দুল কাদেরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এতে অংশ নেয়। তবে তাদের দাবি এটি বৈঠক নয়, রাষ্ট্রদূতের আমন্ত্রণে নৈশভোজে অংশ নিতে গিয়েছিলেন তারা।
বৈঠকে উপস্থিত নেতারা জানান, নৈশভোজ শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট পাঁচ মিনিট একান্তে আলাপ করেন।
বৈঠকে বিশ্ব রাজনীতির বর্তমান পরিস্থিতি, বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, রোহিঙ্গা ইস্যু, যুক্তরাষ্ট্ররে সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এবং আসন্ন দুই সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে কথা হয়েছে।
বৈঠকে অংশ নেয়া একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি, আঞ্চলিক রাজনীতি, রোহিঙ্গা ইস্যুর পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় আড়াই ঘণ্টাব্যাপী।এবং এ নিয়ে তাদের কে বিভিন্ন প্রশ্ন করেন মার্কিন রাষ্ট্রদূত যা শুনে অনেকটাই বিব্রত হন আ.লীগ নেতারা ।
আসন্ন দুই সিটি কর্পোরেশন নির্বাচনের পরিবেশ নিয়ে মার্কিন রাষ্ট্রদূত সন্তোষ প্রকাশ করেছেন বলে দাবি করেছেন বৈঠকে উপস্থিত ওই নেতা।উপস্থিত নেতার ভাষ্য মতে, রাষ্ট্রদূত বার্নিকাট গাজীপুর সিটি কর্পোরশেন নির্বাচন দেখতে সেখানে গিয়েছিলেন এবং প্রার্থীদের সঙ্গে কথা বলেছেন। এতে তার কাছে এখনো পর্যন্ত নির্বাচনের পরিবেশ সন্তোষজনক বলে মনে হয়েছে বলে প্রতিনিধি দলের কাছে জানিয়েছেন রাষ্ট্রদূত।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য অ্যাম্বাসেডর মো. জমির, সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, ফারুক খান, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এবং মার্কিন দূতাবাসের পলিটিকাল অ্যাফেয়াস সেকেন্ড সেক্রেটারি কাজী রহমান দস্তগীর ও জ্যাকব জে লেভিনসহ দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তারা।
আরও পড়ুন
মহান মে দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি পায়নি জাতীয়তাবাদী শ্রমিক দল। এ কারণে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শোভাযাত্রা করবে বিএনপির সহযোগী সংগঠন শ্রমিক দল।আজ সোমবার দুপুর পৌনে ১২টার দিকে নয়াপল্টন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম এ কথা জানান।
নুরুল ইসলাম খান বলেন, আন্তর্জাতিক শ্রমিক দিবসে সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক সমাবেশের জন্য অনেক আগেই অনুমতি চেয়ে মহানগর পুলিশের কাছে আবেদন করেছিলেন। এই আবেদনের কোনো জবাব তাঁরা এখন পর্যন্ত পাননি। তিনি বলেন, ‘এমন পরিস্থিতিতে আমরা ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে বেলা ১১টায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শ্রমিক শোভাযাত্রা করা হবে। এ জন্য মহানগর পুলিশকে অবহিত করা হয়েছে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য নাজমুল হক, আতাউর রহমান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির, সহদপ্তর সম্পাদক মুনির হোসেন প্রমুখ।বিএনপি নেতা রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা নিয়ে আওয়ামী নেতারা উপহাস, তাচ্ছিল্য ও মশকরা শুরু করেছেন।আজ সোমবার দুপুর পৌনে ১২টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা বলেন।
সরকারের উদ্দেশে রুহুল কবির রিজভী বলেন, ‘যারা গণতন্ত্রবিনাশী মানবাধিকার পরিপন্থী, নাগরিক স্বাধীনতা হরণকারী, অগণতান্ত্রিক রাজনৈতিক দল, তাদের রাজনৈতিক মতের বিরুদ্ধের মানুষের মর্যাদা ও জীবনের কোনো দাম নেই। খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা নিয়ে সরকার নিশ্চুপ-নির্বাক থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে দিয়ে ঠাট্টা–তামাশা করাচ্ছে। এটা নিষ্ঠুর উপহাস। সহজাত বিচারবুদ্ধি হারিয়ে আওয়ামী লীগ নেতারা ক্ষমতায় মোহগ্রস্ত। দেশের জনপ্রিয় নেত্রীকে বিনা চিকিৎসায় বন্দী রেখে দুরভিসন্ধিমূলক পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে কি না, সে প্রশ্নে দেশবাসী উত্তাল।’
রিজভী বলেন, ‘দেশনেত্রীর চিকিৎসা নিয়ে সরকারের যে টালবাহানা ও ষড়যন্ত্রের কথা আমরা বলে আসছি, তা গতকাল ওবায়দুল কাদের সাহেবের কথায় আবারও স্পষ্ট হলো। আমি আবারও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং তাঁর পছন্দ অনুযায়ী ইউনাইটেড হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করার জন্য জোর দাবি জানাচ্ছি।’
More News
আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সাংঘর্ষিক বা বিপরীতমুখী কৌশলে এগোচ্ছে সরকার ও বিএনপি।
বিএনপিকে চাপে ও দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে রেখে নির্বাচন করার ছকেই এগোচ্ছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। আর বিএনপির অবস্থান হচ্ছে খালেদা জিয়াকে নিয়েই নির্বাচনে যাওয়া। খালেদা জিয়াবিহীন নির্বাচন প্রতিরোধ করার কথাও বলছেন দলটির নেতারা।
সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী, আগামী ডিসেম্বরের মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা। নির্বাচন সামনে রেখে প্রধান দুই দলের মুখোমুখি অবস্থানের যতই প্রকাশ ঘটছে, ততই নির্বাচন নিয়ে জনমনে নানা শঙ্কা দানা বাঁধছে। এখন পর্যন্ত রাজনৈতিক পরিবেশ যা, তাতে নির্বাচন কতটা সুষ্ঠু হবে, খালেদা জিয়াকে জেলে রেখে বিএনপি নির্বাচনে যাবে কি না, গেলেও সে নির্বাচনে শেষ পর্যন্ত কী হয়—এ ধরনের নানা প্রশ্নে সব মহলে সংশয় বাড়ছে।
বিএনপির নেতারা বলছেন, সরকার এখন পর্যন্ত তার পুরোনো নির্বাচনী ছকেই আছে। খালেদা জিয়াকে একটি সাজানো দুর্নীতির মামলায় কারাবন্দী করা এবং তাঁর জামিন দীর্ঘায়িত করা ওই ছকেরই অংশ। এখন সরকারের কৌশল হচ্ছে নতুন নতুন বিষয় সামনে এনে বিএনপির নেতৃত্বকে ব্যস্ত রাখা ও মানুষের দৃষ্টি অন্য দিকে ফেরানো। সর্বশেষ তারেক রহমানের নাগরিকত্ব নিয়ে বিতর্ক তোলাও এই কৌশলের অংশ বলে মনে করেন বিএনপির নেতারা।
অবশ্য আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খান প্রথম আলোকে বলেন, খালেদা জিয়ার সাজা, তাঁর জামিন স্থগিত, তাঁর অসুস্থতা এবং সর্বশেষ তারেক রহমানের নাগরিকত্ব নিয়ে যে বিতর্ক উঠেছে, এসব বিতর্ক বিএনপি নিজেরা তৈরি করেছে। এতে সরকারের কিছু নেই।
রাজনৈতিক মহল মনে করছে, দুর্নীতির মামলায় সাজা দিয়ে খালেদা জিয়াকে কারাবন্দী করাসহ বিএনপিকে চাপে এবং নানা বিষয়ে ব্যস্ত রাখতে সরকার অনেকটাই সফল। আন্তর্জাতিক মহল থেকেও সরকারের ওপর কোনো দৃশ্যমান চাপ নেই। এরই মধ্যে আওয়ামী লীগের একটি বড় প্রতিনিধিদল প্রতিবেশী দেশ ভারতের ক্ষমতাসীন দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দেখা করে এসেছে। সব মিলিয়ে সরকারি দল অনেকটাই ফুরফুরে মেজাজে আছে।
খালেদা জিয়াকে কারাগারে নেওয়ার পর বিএনপিতে ভাঙন ধরাতে সরকারি মহলের একটা চেষ্টা ছিল। এখন পর্যন্ত সে চেষ্টা সফল হয়নি। তবে সরকারি ওই মহল মনে করে, নির্বাচন কাছাকাছি এলে বিএনপিতে বিভক্তি হতে পারে। দলের মূল অংশ যদি খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনে না যাওয়ার পক্ষে অবস্থান নেয়, আরেকটি অংশ খালেদা জিয়াকে মুক্ত করার জন্য নির্বাচনে যাওয়ার পক্ষে অবস্থান নেবে। বিএনপির ওই খণ্ডিত অংশকে নিয়ে সরকার নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা করছে বলে গুঞ্জন আছে। সরকারের এই কৌশলের বিষয়ে সতর্ক বিএনপির শীর্ষ নেতৃত্বও। খালেদা জিয়াকে জেলে রেখে কারা নির্বাচনে যাওয়ার পক্ষে থাকতে পারেন, এমন নেতাদের নাম ও তাঁদের মনোভাব জানার চেষ্টা করছেন লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি ইতিমধ্যে এ বিষয়ে দলের উচ্চপর্যায়ের একাধিক নেতার সঙ্গে আলোচনা করেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
বিএনপির নেতারা বলছেন, সরকার একদিকে নেতাদের বিরুদ্ধে মামলা দিয়ে এবং দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ দিয়ে বাধা দিয়ে বিএনপিকে চাপের মধ্যে রেখেছে; অন্যদিকে খালেদা জিয়াকে কারাগারে রেখে নির্বাচনের দিকে এগোচ্ছে সরকার। এর অংশ হিসেবে খালেদা জিয়াকে নতুন নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে, জামিন দীর্ঘায়িত করা হচ্ছে। সরকারের এই কৌশলের বিপরীতে বিএনপি চাইছে আপাতত উত্তেজনা এড়িয়ে নির্বাচনের তফসিল ঘোষণা পর্যন্ত যেতে। একই সঙ্গে খালেদা জিয়ার কারামুক্তির জন্য আইনি লড়াইয়ের পাশাপাশি পরিস্থিতি রাজনৈতিকভাবে মোকাবিলা করতে।
অবশ্য আওয়ামী লীগের নেতা মুহাম্মদ ফারুক খান প্রথম আলোকে বলেন, যুদ্ধ, প্রেম ও নির্বাচন—এই তিনটিতে কেউ হারতে চায় না। তাই এগুলো সব সময় বাঁধাধরা নিয়ম মেনে হয় না। তিনি বলেন, আওয়ামী লীগ প্রথাগতভাবেই নির্বাচনী প্রস্তুত নিচ্ছে। আর বিএনপির প্রস্তুতি ও কৌশল ভিন্ন রকম। তারা খালেদা জিয়ার কারাবাসের বিষয়টি সামনে এনে মানুষের সহানুভূতি পাওয়ার চেষ্টা করছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলছেন, এটা কোনো সহানুভূতির বিষয় নয়। বিরোধী দলের প্রধান নেত্রীকে জেলে দেওয়া হয়েছে জনগণের ভোটাধিকার, তাদের গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকারের জায়গা বন্ধ করে দেওয়ার জন্য। সেখানে নির্বাচনের আলোচনা অপ্রাসঙ্গিক হয়ে গেছে।
বিএনপির নেতারা বলে আসছেন, নির্বাচন ঘনিয়ে আসছে। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ নেই। সরকার বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের মাধ্যমে হয়রানি করে যাচ্ছে। অপর দিকে প্রধানমন্ত্রীসহ ক্ষমতাসীন দলের নেতারা সরকারি খরচে আগাম নির্বাচনী প্রচার শুরু করেছেন। এ বিষয়ে ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে নির্বাচন কমিশনে অভিযোগও করা হয়েছে।
সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বর্তমান পরিস্থিতিকে কিছুটা ঘোলাটে মনে করছেন। তিনি গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, ‘পরিস্থিতি একেক সময় একেক দিকে ডাইভার্ট হচ্ছে। তলে তলে কী হচ্ছে আমরা এখনো জানি না। সমঝোতার কথাও শোনা যাচ্ছে। রোজার পর বুঝতে পারব। তবে বিএনপি যে নির্বাচনের জন্য তৈরি হচ্ছে, এটাও দৃশ্যমান।’
বিএনপির উচ্চপর্যায়ের নেতারা বলছেন, তাঁদের এখন মনোযোগের কেন্দ্রবিন্দু দলীয় প্রধান খালেদা জিয়ার কারামুক্তি। এ লক্ষ্যে ‘শান্তিপূর্ণ’ কর্মসূচিতে থেকে দলীয় ঐক্য ধরে রাখার বিষয়টি গুরুত্ব দিচ্ছেন তাঁরা। দলীয় প্রধানের কারামুক্তির কর্মসূচির ভেতরেই তাঁরা জাতীয় নির্বাচনের প্রস্তুতি দেখছেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলোকে বলেন, ‘দেশনেত্রীকে কারাগারে রেখে যারা জাতীয় নির্বাচনের কথা ভাববে, তারা অলীক স্বপ্নে বসবাস করবে। দেশনেত্রীকে অবশ্যই মুক্তি দিতে হবে। মুক্ত নেত্রীকে নিয়েই আমরা নির্বাচনে যাব।’
তবে বিএনপির দায়িত্বশীল একটি সূত্র জানায়, বিএনপির চলমান শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকারের ওপর কোনো চাপ সৃষ্টি করতে না পারায় দলের নেতা-কর্মীদের একটি অংশের মধ্যে অসন্তোষ আছে। তারা শক্ত কর্মসূচির পক্ষে। দলের নীতিনির্ধারকেরা নির্বাচন নিয়ে সরকারের আচরণ আরও কিছুদিন দেখে তারপর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পক্ষে।
এ বিষয়ে বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক এমাজউদ্দীন আহমদ প্রথম আলোকে বলেন, ‘সরকারের পরিকল্পনা বা বিএনপির অবস্থান নিয়ে এখনই কোনো মন্তব্য করতে চাই না। আগামী জুলাই-আগস্ট পর্যন্ত দেখতে চাই।’ তিনি বলেন, সবারই প্রত্যাশা সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। যেটি ছাড়া দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা আসবে না।
collectednews.live