পাওয়া গেল সেই রহস্যময়ী তরুণীর পরিচয়

আইপিএলে শনিবারের মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের গুরুত্বপূর্ণ ম্যাচে, টিভিতে বা মোবাইলে খেলা দেখার ফাঁকে সকলেরই চোখ গিয়েছে গ্যালারিতে বসে থাকা বিষণ্ণ এক সুন্দরীর দিকে। বিষণ্ণ দেখা গেলো তাকে, কেননা তার প্রিয় দল হারছে। যত হারের কাছে পৌঁছেছেন ধোনিরা, ততই যেন মুখের রং বিবর্ণ হয়েছে সুন্দরীর। চোখের কোণে জমেছে অশ্রু।

খেলা শেষ কিন্তু ইন্টারনেট জয় করেছেন সেই রহস্যময়ী নারী। তাকে নিয়ে মিথ যেমন তৈরি হয়েছে, তেমন অনেকেই কৌতুহল প্রকাশ করে জানতে চেয়েছেন কে এই রহস্যময়ী? তিনি কি নিছকই একজন সমর্থক? নাকি তার অন্য কোনও সম্পর্ক রয়েছে চেন্নাই সুপার কিংস এ?

অবশেষে প্রকাশ্যে এসেছে তরুণীর পরিচয়। জানা গিয়েছে, তার নাম মালতী চাহার। তিনি চেন্নাইয়ের ওপেনিং বোলার দীপক চাহারের বোন। পাশাপাশি তিনি মহেন্দ্র সিংহ ধোনির একজন বিরাট ফ্যানও বটে। তার ইনস্টাগ্রামে জ্বলজ্বল করছে মাহির সঙ্গে তার সহাস্য ছবিও।

কেবল দীপক নন, মালতীর দুই সহোদরই কিন্তু আইপিএলে রয়েছেন। দীপক চেন্নাইয়ের হয়ে নতুন বলে বোলিং শুরু করছেন। আর মুম্বাইয়ের হয়ে খেলছেন অন্যজন। রাহুল চাহার। তিনি অবশ্য লেগস্পিনার।গত বছর পুনে ফ্র্যাঞ্চাইজির হয়ে দারুণ খেলেছিলেন দু’জনেই। এ বছর অবশ্য দুই ভাই দুই দলে। দীপক সুযোগ পেলেও, রাহুল এখনও মুম্বাইয়ের হয়ে মাঠে নামেননি।

উল্টোদিকে দীপক কিন্তু এবারের মৌসুমে দারুণ খেলছেন। খোদ ধোনি তার খেলার প্রশংসা করেছেন। যদিও কালকের ম্যাচ তার ভাল যায়নি। ১৩ বল করার পরে চোট পেয়ে ফিরে যেতে হয় স্টেডিয়ামে। দলও হেরে যায়।আর গ্যালারিতে বসে সেই ম্যাচ দেখতে দেখতে বিষণ্ণ হন বোন মালতী। তার সেই আবেগঘন দৃষ্টি ক্যামেরার সৌজন্যে হয়ে যায় ভাইরাল।

এই ছন্দটাই ধরে রাখতে হবে: রোহিত

 

আইপিএলের প্লে-অফে যেতে হলে প্রায় সব ম্যাচই জিততে হবে মুম্বাই ইন্ডিয়ান্সকে। সেই পরীক্ষায় শনিবার চেন্নাই সুপার কিংসকে হারিয়ে কিছুটা স্বস্তি মুম্বাই শিবিরে।

সুরেশ রায়নার ৪৭ বলে অপরাজিত ৭৫ রানের ইনিংসের পরেও দু’বল বাকি থাকতেই মুম্বাইকে আট উইকেটে জিতিয়ে রোহিত বলে দেন, ‘‘এখনও আমরা প্লে-অফে যাওয়ার দৌড়ে টিকে আছি। এই ম্যাচটা আমাদের জিততেই হত। দলের ছেলেদের বলেছিলাম জেতার জন্য মরিয়া হতে গিয়ে তাড়াহুড়ো করে আমরা কোনও সিদ্ধান্ত নেব না। আমাদের শান্ত থাকতে হবে।’’

এর আগে যে ভাবে ভাল রান তুলেও হারতে হয়েছে সেই কথা তুলে রোহিত বলেন, ‘‘সানরাইজার্সের বিরুদ্ধে ম্যাচটা ছাড়া আমাদের ব্যাটিং খারাপ হয়নি। অনেক ম্যাচেই আমরা ১৯০ রানের বেশি তুলেছি। এমনকী যখন রান তাড়া করতে নেমেছি তখনও। বোলাররাই প্রায় আমাদের জিতিয়ে দিয়েছিল। আশা করি এই ছন্দটা আমরা ধরে রাখতে পারব। জয়ের ধারাবাহিকতাটা হয়তো এই ম্যাচ থেকেই শুরু হবে আমাদের।’’ সঙ্গে তিনি যোগ করেন, ‘‘আমরা দেখেছি এই টুর্নামেন্টে কী ভাবে দাপট দেখাচ্ছে ব্যাটিং বিভাগে শক্তিশালী দলগুলো।

বোলিংয়ের দিক থেকে শক্তিশালী কয়েকটা দল, যেমন সানরাইজার্স প্রথমে ব্যাট করে কম রান তুলেও ম্যাচ জিতেছে। তবে অধিনায়ক হিসেবে আমাদের দলের শক্তি কোথায় সেটা আমায় বুঝতে হবে। ভারসাম্য রাখতে গিয়ে তাই কাউকে বসতে হলেও দলের ছেলেরা তাতে রাজি ছিল। আমাদের ড্রেসিংরুমের পরিবেশ দারুণ।’’

ম্যাচ হেরে চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি বলেন, ‘‘কোথায় আমাদের ভুল হল, কেন আমরা হারলাম, সেটা দেখতে হবে। এই রকম হার থেকে অনেক কিছু শেখার আছে। আমরা হয়তো ১০-১৫ রান কম তুলেছি।’’

pbd.news/এস কে