হাবিবকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

ঢাকা মহানগর দক্ষিন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ঢাকা মহানগর পূর্ব ছাত্রদল নেতা আব্দুল্লাহ জামাল চৌধুরী আদিত্য।রবিবার রাতে এক প্রতিবাদ বার্তায় এ নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। একই সাথে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ও হাবিবসহ সকল নেতাকর্মীদের দ্রুত মুক্তি দাবি করেছেন আদিত্য।

তিনি বলেন, মিথ্যা ও সাজানো মামলায় কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে চলমান আন্দোলনকে দমন করার উদ্দেশ্যেই বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর জুলুম চালানো হচ্ছে এবং গ্রেফতার করা হচ্ছে। কিন্তু এসব নিপীড়ণ করে সরকার যেমন জনগণের রোষ থেকে রেহাই পাবেনা তেমনি দেশনেত্রীর মুক্তি আন্দোলনকেও বাধাগ্রস্ত করতে পারবে না।

এর আগে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাবিবুর রশীদসহ ১৭ জন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার বিকালে বাংলামটর এলাকায় রূপায়ন সেন্টার থেকে তাদের আটক করা হয়। এসময় তারা মে দিবস উপলক্ষে সাংগঠনিক প্রস্তুতি সভা করছিলেন।

আটক কৃতদের মধ্যে রয়েছেন- দক্ষিণের সিনিয়র সহ-সভাপতি এম শামসুল হুদা, সহ-সভাপতি মোঃ ইউনুস মৃধা, ৪নং ওয়ার্ড কমিশনার গোলাম হোসেন, সহ-সাধারণ সম্পাদক মোঃ আলী চায়না, জামিলুর রহমান নয়ন, মুগদা ছাত্রদলের সভাপতি আল মামুন পান্না সহ আরও কয়েকজন। গ্রেফতারের পর এদেরকে রমনা থানায় নিয়ে যাওয়া হয়।