গতবার অধিনায়ক ছিলো নাসির, এবার সিলেট সিক্সারের অধিনায়কে কে হবে জানালেন সিলেট সিক্সারের মালিক

গত বিপিএলে নতুনবারের মতো আত্তপ্রকাশ করে নতুন দল সিলেট সিক্সার্স। কিন্তু সিলেটের হাতে সময় ছিলো না একদমেই। সেই অল্প সময়ের মধ্যেই দল গঠন করে সিলেট। তবে এবারের বিপিএলে সিলেট দলে আসছে ব্যাপক পরিবর্তন।সিলেট সিক্সার্সের সিইও ইয়াসির ওবায়েদ জানান,

‘আমরা পঞ্চম আসরে নতুন দল ছিলাম। হাতেও সময় ছিল অল্প, তাই গুছিয়ে সবকিছু করা সম্ভব হয়নি। এবার আমাদের হাতে সময় আছে। এটি সত্যি যে সিলেটে এখন ক্রিকেটার তেমন নেই।’তবে আমাদের এখন বড় পরিকল্পনা সিলেট থেকে নতুন ক্রিকেটার বের করে আনা। এজন্য আমরা কাজ করছি। কিছুদিন আগে ফিউচার সিক্সার্স কর্মসূচি থেকে দুজন তরুণ পেসার খুঁজে পেয়েছি। এবার আমরা কাজ শুরু করতে যাচ্ছি একটি একাডেমি তৈরির।

একাডেমির জায়গা নিয়েও কথা হচ্ছে। এদিকে আগেরবারে দলের মেন্টর পাকিস্তানি তারকা ওয়াকার ইউনুসকে এবার কোচের ভুমিকায় রেখেছে সিলেট সিক্সার্স।এই প্রসঙ্গে ইয়াসির ওবায়েদ জানিয়েছেন,আমাদের দেশি-বিদেশি সমন্বয় করেই দল ঠিক করতে হবে। গতবার একাদশে পাঁচজন বিদেশি ছিল। এবার চারজন করা হচ্ছে। কিছু নিয়মও পরিবর্তন হচ্ছে। এছাড়া আমাদের এবার প্রধান কোচ ওয়াকার ইউনুস। তিনি গত আসরে আমাদের মেন্টর হিসেবে কাজ করেছেন।’

দলের এত পরিবরতনের মাঝে এবারে ক্যাপ্টেনের দায়িত্তে কে থাকবেন নাসির নাকি অন্য কেউ, এই প্রশ্নে ম্যানেজিং কমিটি থেকে জানা গেছে এবারেও তিনিই থাকছেন ক্যাপ্টেন এবং এটা মোটামুটি নিশ্চিত।

র্নামেন্টের মাঝেই দল পরিবর্তন করতে চান হায়দ্রাবাদের যে খেলোয়াড়

 

এবারের আইপিএলে নতুন নিয়ম অনুযায়ী টুর্নামেন্টের মাঝপথেই সহজে দল পরিবর্তন করতে পারবেন যেকোন খেলোয়াড়। তবে সেটি অবশ্যই ম্যাচ নাম্বার ২৮ থেকে-৪২ পর্যন্ত। এই তালিকায় সবার আগে উঠছে অ্যালেক্স হ্যালসের নাম।ইংলিশ তারকা এবারের আইপিএলে রবিবার দিনই রাজস্থানের বিপক্ষে প্রথমবারের মতো মাঠে নামেন। আর মাঠে নামার দিনেই তিনি খেলেছেন ৪৬ রানের অনবদ্য ইনিংস।

আর তার দারুণ ব্যাটিংয়ের দিনে জয় নিয়েই মাঠ ছেড়েছে সাকিবের সানরাইজার্স। তবে ভারতের কিছু কিছু মিডিয়ার জোর গুঞ্জন আইপিএলের মিড সিজনের ট্রান্সফারে দুর্ধর্ষ এই ওপেনারকে দলে ভেড়াতে মুখিয়ে আছে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি।

যদিও রাজস্থানের বিপক্ষে পারফর্মেন্সের পরে নিয়মিত হায়দ্রাবাদ একাদশে থাকা অনেকটাই নিশ্চিত করেছেন এই ইংলিশ তারকা। এদিকে দল পরিবর্তনের এই তালিকায় আরও নাম আছে জেপি ডুমিনি (মুম্বাই), মঈন আলী (ব্যাঙ্গালুরু), সন্দীপ লামিচান্নে (দিল্লী) ও ইশ সোধির (রাজস্থান)।