মুস্তাফিজকে অপমান করে এ কী বললেন হরভজন ?

মুস্তাফিজুর রহমান, জাস্প্রিত বুমরাহ, মিচেল ম্যাকক্লেনাগানের মত বিশ্ব মাতানো বোলাররা দলে থাকা সত্ত্বেও চলতি আইপিএলে নিজেদেরকে মেলে ধরতে পারছেনা গেল আসরের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। ছয় ম্যাচের পাঁচটিতে হেরে টেবিলের তলানীতে আছে রোহিত শর্মার দল।

এই ছয় ম্যাচের মধ্যে ৪টিতেই শেষ ওভারে গিয়ে হারতে হয়েছে তিন বারের আইপিএল চ্যাম্পিয়নদের। তবে মুম্বাই চাইলে এখনও ঘুরে দাঁড়াতে পারে। নিজেদের শতভাগের বেশী দিয়ে খেলতে হবে তাদের। এমনকি হাতে থাকা সব ম্যাচেই প্রায় জিততে হবে মাহেলা জয়াবর্ধনের শিষ্যদের।
কিন্তু টানা ১০ আইপিএল মুম্বাইয়ের জার্সিতে খেলা স্পিনার হরভজন সিং মনে করেন মুম্বাইয়ের দলে এবার মুস্তাফিজ-বুমরাহ থাকলেও তাদের বোলিং তাকে প্রভাবিত করতে পারছে না।

মুম্বাই ছেড়ে চেন্নাইয়ে যোগ দেয়া ডান হাতি এই স্পিনার আরও জানান, বুমরাহ এবং মারকান্ডে ছাড়া আর কোন বোলার প্রতিপক্ষের মনে ভয় সৃষ্টি করতে পারছেনা। শুধু তাই নয় টাইগার পেসার মুস্তাফিজুর রহমানকেও তারা সহজেই খেলছে। ভারতের জার্সিতে টেস্টে ৪০০ উইকেট নেয়া এই স্পিনার জানান, মুম্বাইয়ের বোলিং খুব ভালো মনে হচ্ছে না

যে কোন স্কোর ডিফেন্ড করার মত সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলা যায়। মায়াঙ্ক মারকান্ডে উইকেট পেয়েছে।মারকান্ডে ও জাসপ্রিত বুমরাহ ছাড়া এমন কোন বোলার নেই যারা প্রতিপক্ষের মনে ভীতি সৃষ্টি করতে পারে। দলে উইকেট নেয়ার মত বোলার নেই।

গর্জে উঠলেন সাকিব, যা বললেন আজকের ম্যাচ নিয়ে

 

আইপিলের আজকের আসরে রাজস্থান রয়্যালের মুখোমুখি হচ্ছে সাাকিবের সানরাইজার্স হায়দরাবাদ। জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামে পয়েন্ট টেবিলের ২ নাম্বারে থাকা অরেঞ্জ আর্মিদের বিপক্ষে বাংলাদেশ সময় বিকেল ৪.৩০ মিনিটে মাঠে নামবে ম্যান ইন ব্লু ‘রা। আজকের ম্যাচ জিতলেই ফের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠবে হায়দরাবাদ। সেই সাথে প্লে-অফ প্রায় নিশ্চিত হয়ে যাবে।

এদিকে আজকের ম্যাচ নিয়ে কথা বলতে গিয়ে গর্জে উঠলেন সাকিব আল হাসান। তিনি নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে লিখেছেন,‘রয়্যালসদের থেকে সিংহাসন দখলের জন্য অরেঞ্জ আর্মি প্রস্তুত !’ এদিকে অলরাউন্ডের মুখ থেকে এ গর্জন শুনতে পেয়ে ভক্তরা মুহূর্তেই নানা ইতিবাচক মন্তব্য করতে থাকেন।

সাকিবজাহিদুল ইসলাম সাজিদ সামে একজন লিখেছেন, ‘ভাই এইবার সবাইকে দেখিয়ে দাও, গতবার তোমাকে নিয়ে মাত্র একটা ম্যাচ খেলতে নামাইছে, তোমার মতো বিশ্বসেরা অলরাউন্ডারকে ওরা এক ম্যাচ দিয়ে বিবেচনা করে। বেস্ট অব লাক, সাকিব ভাই।’

হৃদয় আহমেদ নামে আরেকজন লিখেছেন, ‘সাকিব ভাই, আমার লেখাটা দয়া করে ২ মিনিট পড়েন। আপনি মাত্র ৩ ওভারে বল করেন কেন ? যদি ৪ ওভারে বল করেন, তাহলে আপনি আরও উইকেট পেতে পারেন। আর যখন ব‍্যাটিং এ যান, তখন বেশি বড় শট খেলতে যাবেন না।’

‘স্ট্রাইক রেট ভালো রেখে খেলে যাবেন যাতে করে আপনার ৫০ রান হয়। আর এভাবেই প্রত্যেক ম‍্যাচ খেললে আপনি হতে পারেন ম‍্যান অফ দ‍্যা টুর্নামেন্ট।আর সদা সর্বদা মনে রাখবেন,আপনি মুসলমান। তাই নাস্তিক দের ঐখানে যেয়ে নামাজ আদায় করার কথা ভুলে যান না। পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন, ভালো হবে। আপনার জন্য শুভকামনা রইল।’

মাহবুব ব্যাপারী নামে আরেকজন লিখেছেন, ‘ভাই তুমি পারবে তুমিই একমাত্র খেলোয়াড়, যার সব ধরনের যোগ্যতা আছে খেলা জেতানোর, কারণ তুমি ১৬ কুটি মানুষের জান সাকিব আল হাসান।’

সরয়ার আহমেদ নামে আরেকজন লিখেছেন, ‘বস আজ কিন্তু ৫০ রান চাই, আর বল হাতে ২-৩ টা ইউকেট, তখন ইউকেট তালিকার ২-৩ নাম্বর এ চলে আসবেন, লাভ ইউ বস সাকিব।’ এমডি জাহিদ ব্যাপারী নামে একজন লিখেছেন, ‘লাভ ইউ সাকিব ব্রো আরো আগ্রাসি বেটিং করতে হবে। তুমি ভালো করলে সবার কাছে বুক ফুলিয়ে বলতে পারি।’