বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট একটি সাম্প্রদায়িক সংগঠন। এ সংগঠনের সঙ্গে জামায়াতের সম্পর্ক রয়েছে। সংগঠনটি ২০০১ সালে জাতীয় নির্বাচনে স্বাধীনতাবিরোধী মতিউর রহমান নিজামী এমপি নির্বাচিত হওয়ায় ফুল দিয়ে অভিনন্দন জানিয়েছিল।শুক্রবার বিকালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ঝিনাইদহ জেলা শাখা সংবাদ সম্মেলনে এ অভিযোগ করে। জেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পূজা উদযাপন পরিষদ ঝিনাইদহ সদর উপজেলা শাখার সভাপতি বিনয় কৃষ্ণ বিশ্বাস।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ঝিনাইদহ জেলা শাখার আহ্বায়ক পৃত্থীশ রঞ্জন বিশ্বাসকে পূজা উদযাপন পরিষদ থেকে বহিষ্কারের ঘোষণা দেয়া হয়। কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদকের নির্দেশে তাকে বহিষ্কার করা হয়েছে বলে উল্লেখ করা হয়।
এর আগে জেলা পরিষদ চেয়ারম্যান ও পূজা উদযাপন পরিষদ ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক কনক কান্তি দাস বক্তব্য দেন। তিনি অভিযোগ করেন, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট একটি সাম্প্রদায়িক সংগঠন।
দৈনিক সংগ্রাম পত্রিকার একটি কাটিং তুলে ধরে তিনি বলেন, এদের সঙ্গে জামায়াতের সম্পর্ক রয়েছে। যারা এ সংগঠনের সঙ্গে জড়িত, তারা কেউ পূজা উদযাপন পরিষদের সদস্য থাকতে পারবেন না। পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন ৩০ এপ্রিল অনুষ্ঠিত হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদ ঝিনাইদহ জেলা শাখার সদস্য প্রফুল্ল কুমার বিশ্বাস, সদর পৌরসভার সভাপতি সাধন কুমার, সুনীল কুমার ঘোষসহ ৬ উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকরা। ১৬ এপ্রিল বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ঝিনাইদহ জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি দ্বীন বন্ধু রায় ও মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক ১৭ সদস্যবিশিষ্ট এ আহ্বায়ক কমিটি অনুমোদন করেন। এর পর থেকে জেলার হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে পরস্পরবিরোধী বিভেদ সৃষ্টি হয়েছে।
thebangladeshtoday.com