জনগণের ভোটেই নির্বাচিত হয়ে শেখ হাসিনা আজীবন ক্ষমতায় থাকবেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দলের অন্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ এমপি।ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরে তিন নেতার মাজার প্রাঙ্গণে জাতীয় গণতান্ত্রিক লীগ আয়োজিত ‘শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হকের ৫৬তম মৃত্যুবার্ষিকী’ উপলক্ষে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে বাংলাদেশের উন্নয়ন করছেন, যেভাবে দেশকে স্বল্প উন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে রুপান্তর করেছেন, তার নেতৃত্বে যেভাবে দেশ বদলে গেছে, সে কারণে দেশের জনগণই ভোটের মাধ্যমেই ইনশাআল্লাহ শেখ হাসিনাকে আজীবন ক্ষমতায় রাখবেন।সাম্প্রতিক ভারত সফর বিএনপি নেতাদের সমালোচনার জবাবে ড. হাছান মাহমুদ বলেন, আওয়ামী লীগের ভারত সফর অত্যন্ত সফল ও অর্থবহ হয়েছে। শুধু তাই নয় এই সফর আমাদেরকে উৎসাহিত করেছে। সুতরাং এটি নিয়ে বাগম্ভর করার কোন সুযোগ নেই।
বিএনপি এমন একজনকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বানালেন যিনি (তারেক রহমান) বাংলাদেশের নাগরিকই নন বলে মন্তব্য করে তিনি বলেন, বিএনপি এমন একজনকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বানালেন যিনি (তারেক রহমান) কিনা বাংলাদেশের নাগরিকই নন। তার জন্ম হয়েছিল ১৯৬৭ সালে পাকিস্থানের করাচিতে, সুতরাং জন্মসুত্রে তিনি পাকিস্তানের নাগরিক। এজন্য তিনি (তারেক রহমান) বাংলাদেশের পাসপোর্ট ত্যাগ করেছেন। অর্থাৎ তারেক রহমান এখন আর বাংলাদেশের নাগরিক নন। এটা নিয়ে বিএনপির জার্সি বদল করা নেতাদের গত কয়েক দিনের সকাল, বিকালের সংবাদ সম্মেলনের জ্বালাতন আমাদেরকে শুনতে হচ্ছে।
বিএনপির মধ্যে দুই ধরণের নেতা আছে মন্তব্য করে আওয়ামী লীগের অন্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি বাই এক্সিডেন্ট এবং ক্ষমতার লোভের কারণে। অনেকেই আওয়ামী লীগের নমিনেশন না পেয়েও বিএনপিতে গেছে। রাজনীতিবীদদের যে দল বদলের সুযোগ রয়েছে জিয়াউর রহমান সেই সুযোগ সৃষ্টি করে দিয়েছিলেন। বিএনপিতে আজকে যারা নেতা আছে তারা জার্সি বদল করা নেতা।
বিএনপির নেতাদের অনুরোধ জানিয়ে তিনি বলেন, আপনারা খালেদা জিয়া এবং তারেক রহমানকে রক্ষার রাজনীতি থেকে বেরিয়ে এসে বিএনপি রক্ষার রাজনীতি করুন, তাহলেই আপনারা জনগণের কাছে যেতে পারবেন।আয়োজক সংগঠনের সভাপতি সিরাজুদ্দিন আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ কেন্দ্রিয় কমিটির সাবেক সদস্য ফজলুল হক, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, তাঁতী লীগের কার্যকরি সভাপতি সাধনা দাশ গুপ্তা, বঙ্গবন্ধু সাংস্কৃতিক লীগের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ।
ইত্তেফাক