যে কারনে সাকিবের কাছে ক্ষমা চাইলেন তারা?

গত ২ ম্যাচ ধরে এক বিব্রতকর ঘটনা ঘটছে। প্রতি ম্যাচেই হায়দ্রাবাদ একাদশে সাকিবকে জায়গা দিচ্ছে না ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো। তাদের একাদশ অনুযায়ী প্রতি ম্যাচেই হায়দ্রাবাদ দলে ‍সুযোগ পাননা সাকিব। তার পরিবর্তে তাদের একাদশে রাখা হয় হেলস কিংবা নবীকে।চলতি আইপিএলে দ্বিতীয়বারের মত আবারো কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে মাঠে নামছে সানরাইজার্স হায়দরাবাদ। তবে এই দিন ঘটে গেল এক অন্যরকম ঘটনা। ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো প্রথমে সাকিবকে বাদ দিয়ে সানরাইজার্সের একাদশ গঠন করে।

কিন্তু টসের সময় হায়দরাবাদের অধিনায়ক উইলিয়ামসন আগের একাদশে নিয়েই আজও মাঠে নামছেন। কিন্তু সেই সময়ও ক্রিকইনফোর তালিকায় ছিলো না সাকিবের নাম।

সাকিব একাদশে আছে আবার নেই। এই রকম সংবাদে অনেকটা বিব্রত হয়েছেন সাকিব ভক্তরা। পরে অবশ্য ক্রিকইনফো তাদের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছেন।

চলতি আইপিএলে দ্বিতীয়বারের মত আবারো কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে মাঠে নামছে সানরাইজার্স হায়দরাবাদ। তবে এই দিন ঘটে গেল এক অন্যরকম ঘটনা। ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো প্রথমে সাকিবকে বাদ দিয়ে সানরাইজার্সের একাদশ গঠন করে।

কিন্তু টসের সময় হায়দরাবাদের অধিনায়ক উইলিয়ামসন আগের একাদশে নিয়েই আজও মাঠে নামছেন। কিন্তু সেই সময়ও ক্রিকইনফোর তালিকায় ছিলো না সাকিবের নাম। সাকিব একাদশে আছে আবার নেই। এই রকম সংবাদে অনেকটা বিব্রত হয়েছেন সাকিব ভক্তরা। পরে অবশ্য ক্রিকইনফো কর্তৃপক্ষ তাদের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছেন।